- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৭, ২০২৩
অশ্বিন, জাদেজার দোসর এবার সামি, অস্ট্রেলিয়া গুটিয়ে গেল ২৬৩ রানে

অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছে রীতিমতো ত্রাস হয়ে উঠেছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন–রবীন্দ্র জাদেজা। নাগপুর টেস্টে এই দুই বোলারের দাপটে বড়ো জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় টেস্টে এই দুজনের দোসর হয়েছেন জোরে বোলার মহম্মদ সামি। এই তিনজনের দাপটে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফির দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ২৬৩ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। জবাবে প্রথম দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে ভারত।
দিল্লির ফিরোজ শা কোটলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে তোলে ৫০। ডেভিড ওয়ার্নারকে (১৫) তুলে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ধাক্কা দেন মহম্মদ সামি।
এরপর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান উসমান খোয়াজা ও মারনাস লাবুশেন। জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ বলে তুলে নেন লাবুশেনকে (১৮)। ওভারের শেষ বলে ফেরান স্টিভ স্মিথকে (০)। এরপর ট্রেভিস হেডকে (১২) তুলে নেন মহা₹ম্মদ সামি। ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। পিটার হ্যান্ডসকম ও উসমান খোয়াজার জুটিতে ওঠে ৫৯ রান। ৮১ রান করে রবীন্দ্র জাদেজার বলে লোকেশ রাহুলের হাতে ম্যাচ দিয়ে আউট হন খোয়াজা। অ্যালেক্স ক্যারিকেও (০) তুলে নেন রবিচন্দন অশ্বিন।
১৬৮ রানে ৬ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান অধিনায়ক প্যাট কামিন্স ও পিটার হ্যান্ডসকম। জুটিতে ওঠে ৫৯। প্যাট কামিন্স ও হ্যান্ডসকম্ব জুটির ওপরে ভর করে ২০০ রানের গণ্ডি পার করে অস্ট্রেলিয়া। জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। তাঁর বলে এলবিডব্লিউ আউট হন প্যাট কামিন্স। ৫৯ বলে ৩৩ রান করেন অসি অধিনায়ক। একই ওভারের শেষ বলে টড মারফিকেও (০) তুলে নেন রবীন্দ্র জাদেজা। অন্যদিকে নাথান লায়নকে (১০) ফেরান মহম্মদ সামি। শেষ উইকেটের জুটিতে অস্ট্রেলিয়াকে টানেন পিটার হ্যান্ডসকম্ব ও ম্যাথু কুহেনেম্যান। এই জুটিই অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে পৌঁছে দেয়। কুহেনেম্যানকে (৬) বোল্ড করেন মহম্মদ সামি। ৭২ রান করে অপরাজিত থাকেন পিটার হ্যান্ডসকম্ব। ৬০ রানে ৪ উইকেট তুলে নেন সামি। ৫৭ রানে ৩ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের এবং ৬৮ রানে ৩ উইকেট পান রবীন্দ্র জাদেজা।
অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২৬৩ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট করতে নামে ভারত। অস্ট্রেলিয়ার বোলাররা ভারতের দুই ওপেনারকে এদিন শুরুতে একেবারেই সমস্যার মুখে ফেলতে পারেননি। দিনের শেষ বেলায় ৯ ওভার ব্যাটিং করার সুযোগ পায় ভারত। কোনও উইকেট না হারিয়ে ২১ রান তোলে। অধিনায়ক রোহিত শর্মা ১৩ এবং লোকেশ রাহুল ৪ রান করে ক্রিজে রয়েছেন।
❤ Support Us