Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ৭, ২০২৪

হেডের দুরন্ত সেঞ্চুরি, অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় দিনেই চাপে ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
হেডের দুরন্ত সেঞ্চুরি, অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় দিনেই চাপে ভারত

অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় দিনেই চাপে ভারত। ট্রাভিস হেডের দুরন্ত সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ১৫৭ রানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার বিপর্যয়ের মুখে ভারত। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১২৮ রান। ইনিংস হার বাঁচাতে ভারতের এখনও প্রয়োজন ২৯ রান। হাতে রয়েছে ৫ উইকেট।

আগের দিনের ১ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ক্রিজে ছিলেন নাথান ম্যাকসুইনি (৩৮) ও মার্নাস লাবুশেন (২০)। এদিন ৯১ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। আগের দিনের সঙ্গে ১ রান যোগ করে আউট হন নাথান ম্যাকসুইনি (৩৯)। তাঁকে ফেরান যশপ্রীত বুমরা। স্টিভ স্মিথ বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। মাত্র ২ রান করে বুমরার বলে তিনি আউট হন।

স্মিথ যখন ফেরেন, অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১০৩। মনে হয়েছিল বুমরার হাত ধরে আবার ঘুরে দাঁড়াবে ভারত। কিন্তু মার্নাস লাবুশেনের সঙ্গে জুটি বেঁধে দলকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান ট্রাভিস হেড। এই অসি ব্যাটার যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন। দলের ১৬৮ রানের মাথায় আউট হন লাবুশেন। ৬৪ রান করে তিনি নীতীশ রেড্ডির বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর মিচেল মার্শকে (৯) তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন।

২০৮ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর অ্যালেক্স ক্যারিকে নিয়ে জুটি গড়ে তোলেন ট্রাভিস হেড ভারতীয় বোলারদের ওপর রীতিমতো আধিপত্য দেখিয়ে ১১১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। ক্যারি ১৫ রান করে আউট হন। এরপর ফিরে যান হেড। ১৪১ বলে ১৪০ রান করে সিরাজের বলে বোল্ড হন। হেড যখন আউট হন, অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ৩১০। শেষ পর্যন্ত ৩৩৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স করেন ১২, মিচেল স্টার্ক ১৮। বুমরা ৬১ রানে ৪টি ও সিরাজ ৯৮ রানে ৪টি উইকেট নেন।

১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৭ রান করে আউট হন লোকেশ রাহুল। নবম ওভারের মাথায় আউট হন যশস্বী জয়সওয়াল। ২৪ রান করে বোল্যান্ডের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হন। ক্রিজে জমে ওঠা শুভমান গিলকে (৩০ বলে ২৮) তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন মিচেল স্টার্ক। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বিরাট কোহলি (২১ বলে ১১)। অধিনায়ক রোহিত শর্মাও (৬) রান পাননি। কোহলি ও রোহিতের ব্যর্থতা ভারতের চাপ আরও বাড়িয়ে দেয়। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে ভারত। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (২৪) ও নীতীশ রেড্ডি (১৫)। ২ ইনিংস মিলিয়ে এখনও ২৯ রানে পিছিয়ে রয়েছে ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!