- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৩, ২০২৩
শেষ একদিনের ম্যাচে অসিদের জয় ২১ রানে, ৪ বছর পর দেশের মাঠে সিরিজ হারল ভারত
দেশের মাঠে ভারত শেষ একদিনের সিরিজ হেরেছিল ২০১৯ সালে। অস্ট্রেলিয়ার কাছেই একদিনের সিরিজে হারতে হয়েছিল ভারতকে। তারপর দেশের মাঠে আর কোনও একদিনের সিরিজ হারেনি ভারত। চার বছর পর দেশের মাটিতে ভারতের বিজয়রথ থেমে গেল সেই অস্ট্রেলিয়ার কাছেই। চেন্নাইয়ে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতকে ২১ রানে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। একই সঙ্গে ভারতকে সরিয়ে বিশ্বের সেরা একদিনের দলেরও তকমাও ছিনিয়ে নিল।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রেভিস হেড। ওপেনিং জুটিতে ওঠে ৬৮। ভারতকে ব্রেক থ্রু এনে দেন হার্দিক পান্ডিয়া। একাদশ ওভারের পঞ্চম বলে তুলে নেন ট্রেভিস হেডকে (৩১ বলে ৩৩)। এক ওভার পরেই স্মিথকেও (০) তুলে নেন হার্দিক। অস্ট্রেলিয়া সবথেকে বড় ধাক্কা খায় ১৫তম ওভারে। দুর্দান্তু ফর্মে থাকা মিচেল মার্শকে ফেরান হার্দিক। অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন মার্শ। ৪৭ বলে তিনি করেন ৪৭।
মার্শ আউট হওয়ার পর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। দুজনকেই তুলে নেন কুলদীপ যাদব। ৩১ বলে ২৩ রান করেন ওয়ার্নার। লাবুশেন করেন ৪৫ বলে ২৮। অ্যালেক্স ক্যারে ও মার্কাস স্টয়নিস ষষ্ঠ উইকেটের জুটিতে তোলেন ৫৮। অক্ষর প্যাটেলের বলে শুভমানের হাতে ধরা পড়েন স্টয়নিস (২৬ বলে ২৫)। স্টয়নিস আউট হওয়ার পরপরই ফিরে যান অ্যালেক্স ক্যারে (৪৬ বলে ৩৮)। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ২৬৯ রানে পৌঁছে দেন শন অ্যাবট (২৩ বলে ২৬), অ্যাস্টন অ্যাগার (১৭), মিচেল স্টার্ক (১০), জাম্পারা (অপরাজিত ১০)। শএ, পর্যন্ত ৪৯ ওভারে ২৬৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট পান মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল।
জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল ভারত। ওপেনিং জুটিতে ৯ ওভারে ৬৫ রান তুলে ফেলেন রোহিত শর্মা ও শুভমান গিল। দশম ওভারের প্রথম বলেই রোহিতকে (১৭ বলে ৩০) তুলে নেন শন অ্যাবট। ২ ওভার পরেই অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হন শুভমান (৪৯ বলে ৩৭)। ৭৭ রানে ২ উইকেট হারানোর পর ভারতকে টেনে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এই সময় মনে হচ্ছিল সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে ভারত।
২৮তম ওভারের পঞ্চম বলে জাম্পার বলে আউট হন লোকেশ রাহুল (৫০ বলে ৩২)। পরের ওভারেই কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন অক্ষর প্যাটেল (২)। অক্ষর আউট হওয়ার পরপরই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। ৩৬ তম ওভারের প্রথম বলে কোহলিকে (৭২ বলে ৫৪) তুলে নেন অ্যাস্টন অ্যাগার। পরের বলে সূর্যকুমার যাদবকে (০) তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন এই অসি স্পিনার। পরপর ৩ ম্যাচে ‘গোল্ডেন ডাক’ সূর্যকুমার। হার্দিক পান্ডিয়া (৪০ বলে ৪০) আউট হতেই ভারতের জয়ের আশা ক্ষীণ হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৩৩ বলে করেন ১৮। ৪৯.১ ওভারে ২৪৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। অ্যাডাম জাম্পা ৪৫ রানে ৪ উইকেট নেন। ৪১ রানে ২ উইকেট নেন অ্যাস্টন অ্যাগার।
❤ Support Us