- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৬, ২০২৪
বুমরার ৬ উইকেট, তবুও ব্যাটারদের ব্যর্থতায় ব্রিসবেন টেস্টে চাপে ভারত

বর্ডার–গাভাসকার ট্রফিতে শুধু ট্রাভিস হেডই নন, নিজেদের ব্যাটিংও ভারতের বড় মাথাব্যাথা। এডিলেডে গোলাপি বলের টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন হেড। ব্রিসবেনে তৃতীয় টেস্টেও সেই একই ছবি। দোসর এবার স্টিভ স্মিথ। এই দুজনের সেঞ্চুরির ওপর ভর করে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তুলল ৪৪৫। ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে ভারত। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে তুলেছে ৫১। আবার ব্যর্থ বিরাট কোহলি।
দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন ৪৪৫ রানে গুটিয়ে যায়। যশপ্রীত বুমরার দুরন্ত বোলিং সত্ত্বেও অস্ট্রেলিয়াকে বড় রানের হাত থেকে আটকানো গেল না। ৭৬ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন বুমরা। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে তুলেছিল ২৮। ক্রিজে ছিলেন উসমান খোয়াজা (১৯) ও নাথাম ম্যাকসুইনি (৪)।
দ্বিতীয় দিনের শুরুতে ভারতকে স্বপ্ন দেখিয়েছিলেন যশপ্রীত বুমরা। তৃতীয় ওভারেই উসমান খোয়াজাকে (২১) তুলে নেন। এক ওভার পরে ফেরান নাথান ম্যাকসুইনিকে (৯)। দিনের শুরু ধাক্কা সামলে এরপর অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। মার্নাস লাবুশেনকে (১২) তুলে নিয়ে জুটি ভাঙেন নীতীশ রেড্ডি। ৭৫ রানে ৩ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া মধ্যাহ্নভোজের বিরতিতে যায় ১০৪ রানে।
মধ্যাহ্নভোজের বিরতির পর বিধ্বংসী হয়ে ওঠেন ট্রাভিস হেড। এডিলেড টেস্টে তাঁকে আউট করে ড্রেসিংরুমের রাস্তা দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মহম্মদ সিরাজ। এদিন সিরাজের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন হেড। স্মিথও ব্রিসবেনে ছন্দ খুঁজে পান। বারবার বোলিং পরিবর্তন করেও এই দুই ব্যাটারকে টলাতে পারেননি রোহিত শর্মা। চা বিরতির আগেই ভারতের বিরুদ্ধে টানা দ্বিতীয় এবং টেস্টে নবম সেঞ্চুরি তুলে নেন হেড। ব্রিসবেনে আগের তিন ইনিংসে কোনও রান করতে পারেননি। ভারতের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে আক্ষেপ মেটালেন। হেডের পর সেঞ্চুরি তুলে নেন স্মিথও। টেস্টে এটা তাঁর ৩৩তম সেঞ্চুরি। ১ বছর পর টেস্টে সেঞ্চুরি পেলেন স্মিথ।
চতুর্থ উইকেটের জুটিতে স্মিথ ও হেড ৩০৩ বলে তোলেন ২৪১। দ্বিতীয় সেশনে কোনও সাফল্য পায়নি ভারত। ৮০ ওভারের পর নতুন বল নিয়ে আবার আঘাত হানেন বুমরা। নতুন বলে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে স্মিথকে (১৯০ বলে ১০১) তুলে নেন। ৩ ওভার পর মিচেল মার্শকেও (৫) ফেরান। ৩ বল পরেই অস্ট্রেলিয়াকে মোক্ষম ধাক্কা দেন বুমরাই। উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন ট্রাভিস হেডকে। ১৬০ বলে ১৫২ রান করে আউট হন হেড। হেডকে তুলে নিয়ে টেস্টে ১২ বার ৫ উইকেটের মালিক হলেন বুমরা। দিনের শেষ বেলায় প্যাট কামিন্সকে (২২) ফেরান মহম্মদ সিরাজ। তৃতীয় দিন সকালে ৭০ রান করে আকাশদীপের বলে আউট হন ক্যারি। মিচেল স্টার্ক করেন ১৮। তিনি বুমরার শিকার।
অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পর বৃষ্টি নামে। কিছুক্ষণ উইকেট ঢেকে রাখা হয়। বৃষ্টি থামার পর ভারত ব্যাট করতে নামে। মিচেল স্টার্কের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন যশস্বী জয়সওয়াল (৪)। পরের বলেই মিচেল মার্শের হাতে ক্যাচ দিয়ে আউট। এক ওভার পরেই শুভমান গিলকেও (১) তুলে নেন স্টার্ক। ক্রিজে নেমে সতর্কভাবে শুরু করেছিলেন বিরাট কোহলি। অফ স্টাম্পের বাইরের বলে রোগ যে যায়নি, এদিন আবার প্রমানিত। জশ হ্যাজেলউডের বল ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হন কোহলি (৩)। ঋষভ পন্থকে (৯) তুলে নিয়ে ভারতকে আরও চাপে ফেলে দেন প্যাট কামিন্স। ৪৪ রানে ৪ উইকেট হারায় ভারত। এরপর বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়। দিনের শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে। ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল (৩৩) ও রোহিত শর্মা (০)।
❤ Support Us