Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৫, ২০২৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ থেকেও ছিটকে গেলেন অক্ষর, বিশ্বকাপের পরিবর্ত অশ্বিন?‌

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ থেকেও ছিটকে গেলেন অক্ষর, বিশ্বকাপের পরিবর্ত অশ্বিন?‌

ভারতের বিশ্বকাপের চূড়ান্ত দলে কি পরিবর্তন আসতে চলেছে?‌ তেমন সম্ভাবনাই ক্রমশ বাড়ছে। অক্ষর প্যাটেলের পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এশিয়া কাপে চোট পাওয়া অক্ষর প্যাটেল এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে খেলতে পারেননি। তৃতীয় ম্যাচ থেকেও ছিটকে গেলেন। বিশ্বকাপেও অক্ষরকে নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। পুরো ফিট না হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে দলে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্ট ভেবেছিল সিরিজের তৃতীয় ম্যাচের আগে অক্ষর ফিট হয়ে যাবেন। সেকথা মাথায় রেখে তাঁকে দলে রাখা হয়েছিল। কিন্তু তাঁর বাঁহাতের আঙুল ও কোয়াড্রিসেপ মাসলের চোট এখনও পুরোপুরি সারেনি। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন।
অক্ষরের চোট না সারায় বিশ্বকাপ দলে রবিচন্দ্রন অশ্বিনের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। এশিয়া কাপ চলাকালীন বিশ্বকাপের দল ঘোষণার দিন রোহিত শর্মা বলেছিলেন, অশ্বিনের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। অক্ষর চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে অশ্বিনকে দেখে নিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। মোহালি ও ইন্দোরে নজরকাড়া পারফরমেন্স করে বিশ্বকাপ দলে ঢোকার দাবি জোরালো করেছেন অশ্বিন। ২৮ সেপ্টেম্বর বিশ্বকাপের দল পরিবর্তন করার শেষদিন। তার আগে আরও একটা সুযোগ পাবেন অশ্বিন।
টিম ম্যানেজমেন্ট চেয়েছিল রাজকোটে তৃতীয় ম্যাচে অক্ষর প্যাটেলকে খেলিয়ে কতটা ফিট দেখে নিতে। কিন্তু এখনও সুস্থ না হওয়ায় ঝুঁকি নিল না টিম ম্যানেজমেন্ট। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন অক্ষর প্যাটেল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!