Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২২, ২০২৩

জীবনের সেরা বোলিং সামির, সামনে শুধু কপিলদেব

আরম্ভ ওয়েব ডেস্ক
জীবনের সেরা বোলিং সামির, সামনে শুধু কপিলদেব

কোনও ম্যাচে মহম্মদ সিরাজ, কোনও ম্যাচে আবার মহম্মদ সামি। একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের জোরে বোলারদের দাপট অব্যাহত। সদ্য সমাপ্ত এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত বোলিং করে ৬ উইকেট তুলে নিয়েছিলেন সিরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন মহম্মদ সামি। জীবনের সেরা বোলিং করে তুলে নিলেন ৫ উইকেট।
মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। প্রথম ওভারেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন সামি। চতুর্থ বলে তুলে নেন মিচেল মার্শকে। সামির বলে স্লিপে মার্শের ক্যাচ ধরেন শুভমান গিল। মাত্র ৪ রান করে আউট হন মার্শ। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে ফেরান স্টিভ স্মিথকে (‌৪১)‌। ডেথ ওভারে তুলে নেন মার্কাস স্টয়নিস (‌২৯)‌, ম্যাথু শর্ট (‌২)‌ ও শন অ্যাবটকে (‌২)‌। ৫০ ওভারে ২৭৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ ওভার বোলিং করে ৫১ রানে ৫ উইকেট তুলে নেন সামি। এটাই একদিনের ক্রিকেটে তাঁর জীবনের সেরা বোলিং।
এই নিয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে দু’‌বার ৫ উইকেট নিলেন সামি। এর আগে তাঁর জীবনের সেরা বোলিং ছিল ৬৯ রানে ৫ উইকেট। ২০১৯ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ১টি মেডেন দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। এদিন ৫ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে উইকেটশিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে চলে গেলেন সামি। টপকে গেলেন জাভাগাল শ্রীনাথ ও অজিত আগরকারকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবথেকে বেশি উইকেট নিয়েছেন কপিলদেব। তাঁর সংগ্র ৪৫ টি উইকেট। সামির ৩৭ উইকেট। তৃতীয় স্থানে থাকা অজিত আগরকারের ৩৬, শ্রীনাথের ৩৩।
জীবনে সেরা বোলিং করে দারুণ খুশি সামি। তিনি বলেন, ‘‌জীবনের সেরা বোলিং করে ভাল লাগছে। সিরাজের সঙ্গে বোলিং দারুণ উপভোগ করছি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!