- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২১, ২০২৩
মোহানিতে সিরিজ শুরু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন সূর্য, অশ্বিন

বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ভারত ও অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের সিরিজ খেলছে। মোহালিতে কাল সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল। প্রথম দুটি ম্যাচে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদবদের বিশ্রাম দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমার যাদব ও রবিচন্দ্রন অশ্বিনকে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তেমনই ইঙ্গিত পাওয়া গেছে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের কথায়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে দ্রাবিড় পরিস্কার জানিয়ে দিয়েছেন প্রথম দুটি ম্যাচেই প্রথম একাদশে থাকবেন সূর্যকুমার যাদব। এমনকি খেলানো হবে রবিচন্দ্রন অশ্বিনকেও। বৃহস্পতিবার মোহালিতে দ্রাবিড় বলেন, ‘টিম ম্যানেজমেন্ট সূর্যর পাশে রয়েছে। আমাদের বিশ্বাস, একদিনের ম্যাচেও সুর্য ভাল খেলবে। ওকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচেই খেলানো হবে। অশ্বিনের দক্ষতা সম্পর্কেও আমরা ওয়াকিবহাল। ও কী করতে পারে, সেটাও জানি। চোট–আঘাতের ব্যাপারেও আমাদের নজর রাখতে হবে। অশ্বিনকেও অস্ট্রেলিয়া সিরিজে খেলানো হবে।’
চলতি বছরের প্রথমদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার যাদব। তিনটি ম্যাচেই প্রথম বলে আউট হয়েছিলেন। টি২০ ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করলেও একদিনের ম্যাচে সূর্যকুমারের পারফরমেন্স একেবারেই প্রত্যাশিত নয়। যেহেতু বিশ্বকাপের দলে রয়েছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার, তাই তাঁর পাশে থেকে আত্মবিশ্বাস বাড়াতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
সূর্যকুমার যাদব ও রবিচন্দ্রন অশ্বিনের প্রথম একাদশে থাকা যেমন নিশ্চিত, তেমনই মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়াও নিশ্চিত। তাঁর পরিবর্তে শার্দুল ঠাকুরকে খেলানো হবে। শুভমান গিলের সঙ্গে ওপেন করবেন ঈশান কিষাণ। মহম্মদ সামি, যশপ্রীত বুমরারা খেলবেন। এছাড়াও খেলানো হবে শ্রেয়স আয়ার, ওয়াশিংটন সুন্দরকেও। এশিয়া কাপে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। তিনি বিশ্বকাপ দলে রয়েছেন। অক্ষর যদি পুরোপুরি ফিট হতে না পারেন, তাই ওয়াশিংটন সুন্দরকে দেখে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। প্রথম দুটি ম্যাচে ভাঙা দল নিয়ে নামলেও তৃতীয় একদিনের আন্তর্জাতিকে পূর্ণশক্তির দল নিয়েই নামবে ভারত।
❤ Support Us