Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২১, ২০২৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টেস্টে দাপট ভারতীয় মহিলা দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টেস্টে দাপট ভারতীয় মহিলা দলের

ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টেস্ট খেলার সুযোগ পায় না ভারতীয় মহিলা দল। লালবলের ক্রিকেটেও যে দারুণ দক্ষ, প্রমাণ করেই চলেছেন হরমনপ্রীত কাউরা। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল ভারত। সর্বাধিক রানে টেস্ট জয়ের রেকর্ডও গড়েছিল। এবার টেস্টের আর এক শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে প্রথম দিনেই সুবিধাজনক জায়গায় ভারত। অস্ট্রেলিয়াকে ২১৯ রানে গুটিয়ে দেওয়ার পর দিনের শেষে ১ উইকেট ৯৮ রান তুলেছে। টেস্ট অভিষেক হল বাংলার রিচা ঘোষের।
মেগ ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাঁর জায়গায় অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হয়েছেন মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হিলি। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন বেথ মুনি ও ফোবে লিচফিল্ড। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারের শেষ বলে লিচফিল্ডকে (‌০)‌ দুরন্তভাবে রান আউট করেন জেমাইমা রডরিগেজ। দ্বিতীয় ওভারে এলিসা পেরিকে (‌৪)‌ তুলে নেন পুজা বস্ত্রকার। ৭ রানে ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপর তাহিলা ম্যাকগ্রাথ ও বেথ মুনি দলকে টেনে নিয়ে যান। দুজনের জুটিতে ওঠে ৮০ রান। বেথ মুনিকে তুলে নিয়ে জুটি ভাঙেন পুজা বস্ত্রকার। ৪০ রানে আউট হন বেথ মুনি। ম্যাকগ্রাথ দ্রুত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৫৬ বলে ৫০ রান করে স্নেহ রানার বলে রাজেশ্বরী গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন ম্যাকগ্রাথ। এরপর আর কোনও অসি ব্যাটার বড় রান পাননি। অধিনায়ক অ্যালিসা হিলি করেন ৩৮। কিম গার্থ ২৮ রান করে অপরাজিত থাকেন। ৭৭.‌৪ ওভারে ২১৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পুজা বস্ত্রকার ৫৩ রানে ৪টি, স্নেহ রানা ৫৬ রানে ৩টি ও দীপ্তি শর্মা ৪৫ রানে ২টি উইকেট নেন।
ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। ওপেনিং জুটিতে ওঠে ৯০। ১৭তম ওভারের প্রথম বলে শেফালি ভার্মাকে তুলে নিয়ে জুটি ভাঙেন জোনাসেন। ৪০ রান করে আউট হন শেফালি। দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৯৮। ৪৯ বলে ৪৩ রান করে স্মৃতি মান্ধানা ও ৪ রান করে স্নেহ রানা অপরাজিত রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!