- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৫, ২০২২
তৃতীয় ম্যাচে হেরে আবার সিরিজে পিছিয়ে পড়ল ভারতীয় মহিলা দল

জমে উঠেছে মহিলাদের ভারত–অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি২০ সিরিজ। আগের ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ভারত। তৃতীয় ম্যাচে ২১ রানে হেরে আবার সিরিজে পিছিয়ে পড়ল ভারত। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৭২/৮। জবাবে ২০ ওভারে ১৫১/৭ রান তুলতে সমর্থ হয় ভারত। অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দিয়েছিলেন এলিসা পেরি। ৪৭ বলে ৭৫ রান করে তিনিই ম্যাচের সেরা হন।
৫ ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। বুধবার তৃতীয় ম্যাচ ছিল মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে। টস জিতে এদিন অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান বারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। শুরুটা একেবারেই ভাল হয়নি অস্ট্রেলিয়ার। ইনিংসের চতুর্থ বলেই ধাক্কা খায় অসিরা। দারুণ ফর্মে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলিকে তুলে নেন রেণুকা সিং। ২ বলে মাত্র ১ রান করেন হিলি। পরের ওভারেই তাহিলা ম্যাকগ্রাথকে (১) ফেরান অঞ্জলি সর্বানি।
২ ওভারের মধ্যো ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মনে হচ্ছিল ব্র্যাবোর্নে ব্যাটিং বিপর্য়ের মুখে পড়বে অসিরা। এরপর রুখে দাঁড়ান বেথ মুনি ও এলিসা পেরি। এই জুটি অস্ট্রেলিয়াকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। দুজনের জুটিতে ওঠে ৬৪। নবম ওভারে মুনিকে তুলে নিয়ে জুটি ভাঙেন দেবিকা বৈদ্য। ২২ বলে ৩০ রান করেন মুনি। একাদশ ওভারে অ্যাশলে গার্ডনারকেও (৭) ফেরান দেবিকা। গার্ডনার ফিরে যাওয়ার পর ঝড় তোলেন এলিসা পেরি ও গ্রেস হ্যারিস। অঞ্জলি সর্বানির বলে আউট হন পেরি। ৪৭ বলে তিনি করেন ৭৫। ১৮ বলে ৪১ রান করে আউট হন গ্রেস হ্যারিস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন রেনুকা সিং, অঞ্জলি সর্বানি, দীপ্তি শর্মা ও দেবিকা বৈদ্য।
জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই স্মৃতি মানধানার (১) উইকেট হারায় ভারত। জেমাইমা রডরিগেজও (১৬) দ্রুত ফেরায় চাপে পড়ে যায় ভারত। শেফালি ভার্মাকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিয়ে যান অধিনায়ক হরমনপ্রীত কাউর। এই জুটিই ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। তৃতীয় উইকেটের জুটিতে দুজনে তোলেন ৭৩। শেফালি (৪১ বলে ৫২) আউট হতেই ধস নামে ভারতের ইনিংসে। একসময় ভারতের রান ছিল ১০৬/২। সেখান থেকে হঠাৎ হয়ে যায় ১২৩/৬। পরপর ফিরে যান শেফালি, দেবিকা বৈদ্য (১), রিচা ঘোষ (১) ও হরমনপ্রীত কাউর (২৭ বলে ৩৭)। শেষ পর্যন্ত ২০ ওভারে ভারত তোলে ১৫১/৭। ১৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা।
❤ Support Us