Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৯, ২০২৪

শুরুর ধাক্কা সামলে অশ্বিনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
শুরুর ধাক্কা সামলে অশ্বিনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াল ভারত

আইসিসি–র টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় প্রথম দুটি স্থানে দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তাঁরা যে ফ্লুকে প্রথম দুইয়ে উঠে আসেননি, প্রমান করে দিলেন ভারতের এই দুই স্পিনার অলরাউন্ডার। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্টে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে পৌঁছে দিলেন দারুণ জায়গায়। অশ্বিন ও জাদেজার দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে তুলল ৩৩৯ রান। ১১২ বলে ১০২ রান করে অপরাজিত রয়েচেন অশ্বিন। ১১৭ বলে জাদেজার সংগ্রহ অপরাজিত ৮৬।
প্রথম দুটি সেশন অবশ্য ছিল বাংলাদেশের। চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিয়েও চেন্নাইয়ের মেঘলা আকাশ দেখে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ঘন্টাতেই ভারতীয় ইনিংসে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের জোরে বোলার হাসান মাহমুদ। ১০ ওভারের মধ্যেই ভারতের সেরা তিন ব্যাটার সাজঘরে। স্কোর বোর্ডে রান মাত্র ৩৪। হাসানের তিন শিকার রোহিত শর্মা (‌৬)‌, শুভমান গিল (‌০)‌ বিরাট কোহলি (‌০)‌। নিঃসন্দেহে জীবনের সেরা স্পেল হাসান মাহমুদের। টেস্ট জীবনে এই স্পেলের কথা নিশ্চিতভাবেই মণিকোঠায় রাখবেন বাংলাদেশের এই জোরে বোলার।
কিন্তু সকালটা বাংলাদেশের কাছে শুভ হলেও শেষ বেলাটা সুখের হল না বাংলাদেশের কাছে। ধীরে ধীরে খেলায় ফিরে আসে ভারত। শুরুর ধাক্কা সামলে ভারতকে এগিয়ে নিয়ে যান যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ। জুটিতে ওঠে ৬২ রান। জুটি ভাঙতে হাসানের শরণাপন্ন হন বাংলাদেশ অধিনায়ক। ২৬তম ওভারে আবার সাফল্য হাসান মাহমুদের। ঋষভকে (‌৩৯)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন। ৪২তম ওভারে ১৪৪ রানের মাথায় যশস্বীকে (‌৫৬)‌ তুলে নেন নাহিদ রানা। পরের ওভারেই লোকেশ রাহুলকে (‌১৬)‌ তুলে নিয়ে ভারতকে আবার চাপে ফেলে দেন মেহেদি হাসান মিরাজ।
এরপর দাপট শুরু রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার। দুরন্ত ব্যাটিং করে বাংলাদেশের আশায় জল ঢেলে দেন। তৃতীয় সেশনে ৩২ ওভারে দুজনে তুলেছেন ১৬৩ রান। অসমাপ্ত জুটিতে দুজনের সংগ্রহ ১৯৫। একদিনের মেজাজে ব্যাট করে ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অশ্বিন। এটা টেস্ট ক্রিকেটে তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। ২০২১ সালে অশ্বিন চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১৪৮ বলে ১০৬ রান করেছিলেন। সেটি ছিল তাঁর পঞ্চম টেস্ট শতরান। ৩ বছর ৭ মাস পর সেই চেন্নাইয়ে আবার টেস্ট সেঞ্চুরি অশ্বিনের। জীবনের চতুর্থ টেস্ট খেলতে নামা হাসান মাহমুদের ১৮ ওভারে ৫৮ রানে ৪ উইকেট নিয়েছেন। নাহিদ রানা, মেহিদি হাসান মিরাজ ১টি করে উইকেট নিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!