- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৬, ২০২২
শুভমান-পুজারার সেঞ্চুরি, বাংলাদেশের সামনে ৫১৩ রানের টার্গেট রাখল ভারত

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রীতিমতো চালকের আসনে ভারত। বাংলাদেশের সামনে জয়ের জন্য টার্গেট রেখেছে ৫১৩। ভারতের ৪০৪ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ শেষ হয় ১৫০ রানে। ২৫৪ রানে এগিয়ে থেকে বাংলাদেশকে ফলো অন না করিয়ে আবার ব্যাট করতে নামে ভারত। ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। সেঞ্চুরি করেছেন শুভমান গিল ও চেতেশ্বর পুজারা। দিনের শেষে বাংলাদেশ তুলেছে ৪২/০।
৮ উইকেটে ১৩৩ রান হাতে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫০ রানে। এদিন বাংলাদেশের নবম উইকেট পড়ে ১৪৪ রানে। ১৭ রান করে কুলদীপ যাদবের বলে উইকেটের পেছনে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন ইবাদত হোসেন। বাংলাদেশের শেষ উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। ২৫ রান করেন মেহেদি হাসান মিরাজ। ১৪ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন খালিদ আহমেদ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন লোকেশ রাহুল ও শুভমান গিল। ওপেনিং জুটিতে তোলেন ৭০। যোগ করেন অধিনায়ক লোকেশ রাহুল ও শুভমান গিল। ২৩ রান করে খালিদ আহমেদের বলে আউট হন রাহুল। এরপর ভারতকে টেনে নিয়ে যান শুভমান ও পুজারা। দুরন্ত ব্যাট করেন শুভমান। অর্ধশতরান পূর্ণ করেন ৮৪ বলে। মেহেদি হাসান মিরাজকে রিভার্স সুইপ করে ৯৫ থেকে ৯৯ রানে পৌঁছে যান শুভমান। পঞ্চম বলে লং অন দিয়ে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। তাঁর সেঞ্চুরি আসে ১৪৭ বলে। টেস্টে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি।
শুভমানের পাশাপাশি পুজারাও দুর্দান্ত ব্যাটিং করেন। বাংলাদেশের কোনও বোলারই এদিন ভারতের এই দুই ব্যাটারের ওপর প্রভাব বিস্তার করতে পারেননি। পুজারা এদিন অর্ধশতরান পূর্ণ করেন ৮৬ বলে। পুজারা ও শুভমানের জুটিতে ওঠে ১১৩ রান। ৫০তম ওভারে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন শুভমান। ১৫২ বলে ১১০ রান করেন তিনি। শুভমান গিল আউট পর চেতেশ্বর পুজারা সেঞ্চুরি পূর্ণ করেন। ৫২ ইনিংসের পর সেঞ্চুরি এল পুজারার ব্যাট থেকে। জীবনের ১৯তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন ১৩০ বল খেলে। পুজারার সেঞ্চুরির পরপরই ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ভারত। পুজারা ১০২ ও বিরাট কোহলি ১৯ রানে অপরাজিত থাকেন।
❤ Support Us