Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৩, ২০২৪

চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

তৃতীয় দিনেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ভারতের জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশ কতক্ষণ ইনিংস টানতে পারে, সেটাই ছিল দেখার। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে চতুর্থ দিন সকালেই বেসামাল বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ইনিংস সমাপ্তি। চেন্নাইয়ে বাংলাদেশকে ২৮০ রানে উড়িয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ব্যাট ও বল হাতে দুরন্ত পারফরমেন্স করে ম্যাচের সেরা রবিচন্দ্রন অশ্বিন।
পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ভারতে খেলতে এসেছে বাংলাদেশ। আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জয় আর ভারতের মাটিতে ভারতের মাটিকে খেলা আকাশপাতাল তফাৎ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বিশ্বসেরা টেস্ট খেলুড়ে দেশকেও ভারতের মাটিতে নাকানিচোবানি থেকে হয়েছে। বাংলাদেশও যে প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, জানাই ছিল। ভারতের মাটিতে বিশ্বমানের স্পিনারদের বিরুদ্ধে খেলা যে কতটা কঠিন, হারে হারে টের পেল বাংলাদেশ।
প্রথম ইনিংসে চূড়ান্ত কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে এসে অশ্বিন ও জাদেজার দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ৩৭৬ রানে পৌঁছেছিল ভারত। জবাবে ভারতীয় পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ১৪৯ রানে গুটিয়ে যায় প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে শুভমান গিল ও ঋষভ পন্থের সেঞ্চুরির ওপর ভর করে ২৮৭/‌৪ তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৫। পাহাড়প্রমান লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলাদেশ তোলে ৪ উইকেটে ১৫৮। ক্রিজে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (‌৫১)‌ ও সাকিব আল হাসান (‌৫)‌।
চতুর্থ দিন বাংলাদেশের ইনিংস কতটা দীর্ঘস্থায়ী হয়, সেটাই ছিল দেখার। দিনের শুরুতে যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ দুরন্ত বোলিং করেন। কিন্তু দুর্ভাগ্য, তাঁরা উইকেট পেলেন না। সেই অশ্বিন এসেই জুটি ভাঙেন। তুলে নেন সাকিবকে (‌২৫)‌। লিটন দাস (১)‌ বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি। তিনি জাদেজার শিকার। এরপর ১ ওভারের ব্যবধানে মেহিদি হাসান মিরাজ (‌৮)‌ ও নাজমুল হোসেন শান্তকে (‌৮২)‌ ফেরান অশ্বিন। শেষ পর্যন্ত বাংলাদেশ ২৩৪ রানেই গুটিয়ে যায়। মধ্যাহ্নভোজের বিরতির ২০ মিনিট আগেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। দুরন্ত বোলিং করে ৮৮ রানে ৬ উইকেট নেন অশ্বিন। ৫৮ রানে ৩ উইকেট জাদেজার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!