Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৫, ২০২২

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ফলোঅনের মুখে বাংলাদেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ফলোঅনের মুখে বাংলাদেশ

বাংলাদেশর বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে ভারত। ভারতের ৪০৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেটে ১৩৩ রান তুলেছে বাংলাদেশ। মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবের বোলিংয়ের সামনে বেসামাল বেঙ্গল টাইগাররা। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন কুলদীপ। অন্যদিকে ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন সিরাজ।
প্রথম দিনের ২৭৮/‌৬ রান নিয়ে খেলা শুরু করে ভারত। এদিন সেঞ্চুরি হাতছাড়া করেন শ্রেয়স আয়ার। দিনের অস্টম ওভারে ইবাদত হোসেনের শেষ বলে বোল্ড হন তিনি। ১৯২ বলে ৮৬ রান করে সাজঘরে ফেরেন শ্রেয়স। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার। আগের দিন ইবাদতের বল শ্রেয়সের স্টাম্পে লাগলেও বেল পড়েনি। এদিন অবশ্য স্টাম্প ছিটকে দেন ইবাদত।
শ্রেয়শ আউট হওয়ার পর মনে হচ্ছিল বড় ইনিংস গড়তে পারবে না ভারত। অস্টম উইকেটের জুটিতে দারুণ লড়াই করেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। দুজনে মিলে ৯২ রান যোগ করেন। ৩৮৫ রানের মাথায় আউট হন অশ্বিন। ৫৮ রান করে মেহেদি হাসান মিরাজের বলে তিনি স্টাম্পড হন। অশ্বিনকে যোগ্য সহায়তা করেন কুলদীপ। ৪০ রান করেন তিনি। মহম্মদ সিরাজ করেন ৩ বলে ৪ রান। দুটি ছয়ের সাহায্যে ১০ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন উমেশ যাদব। শেষ পর্যন্ত ৪০৪ রান তোলে ভারত। তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৪টি করে উইকেট দখল করেন। ইবাদত হোসেন ও খালিদ আহমেদ ১টি করে উইকেট পান।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারে মহম্মদ সিরাজের প্রথম বলেই ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন নাজমুল হোসেন শান্ত (০)। তিন নম্বরে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি ইয়াসির আলি (‌৪)‌। উমেশ যাদবের বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন তিনি। ৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। লিটন দাস ও জাকির হোসেন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের জুটিতে ওঠে ৩৪ রান। চা পানের বিরতির পরপরই জুটি ভাঙেন মহম্মদ সিরাজ। ২৪ রান করে তাঁর বলে বোল্ড হন লিটন। ৩৯ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। অভিষেক টেস্ট খেলতে নামা জাকিরের ব্যাটে ছিলেন আত্মবিশ্বাসের ছোঁয়া। শেষ পর্যন্ত ২০ রান করে সিরাজের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন জাকির।
এরপর মুশফিকুর ও সাকিব বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সফল হননি। শুরু হয় কুলদীপের ভেলকি। প্রথমে তুলে নেন সাকিবকে (‌৩)‌। এরপর নুরুল হাসান (‌১৬)‌, মুশফিকুর রহিম (‌২৮)‌ ও তাইজুল ইসলামকে (‌০)‌ তুলে নিয়ে বাংলাদেশকে চরম বিপর্য়ের মুখে ঠেলে দেন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৩৩। ১৬ রান নিয়ে মেহেদি হাসান মিরাজ এবং ১৩ রান নিয়ে ব্যাট করছেন ইবাদত হোসেন। দু’জনে গড়েছেন ৩১ রানের জুটি। এখনও ভারতের চেয়ে ২৭১ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!