- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৭, ২০২২
অভিষেক টেস্টে জাকিরের সেঞ্চুরি সত্ত্বেও বাংলাদেশের হার বাঁচানো কঠিন

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচে এতদিন সেঞ্চুরি করার নজির ছিল ১০৯ ব্যাটারের। তালিকায় বাড়ল আরও একটা নাম। বাংলাদেশের জাকির হোসেন রাব্বির। অভিষেক টেস্টে সেঞ্চুরির দীর্ঘ তালিকায় আছে আরো তিন বাংলাদেশি, আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল এবং আবুল হাসান রাজুর নাম। তাঁদের সঙ্গে যুক্ত হল জাকির হোসেন রাব্বির নাম। তাঁর সেঞ্চুরি সত্ত্বেও ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে হার বাঁচানো কঠিন বাংলাদেশের। জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে চতুর্থ দিনের শেষে বাংলাদেশ তুলেছে ২৭২/৭।
৪২/০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান দুর্দান্ত ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যান। দুজনের ওপেনিং জুটিতে ওঠে ১২৪। ভারতকে ব্রেক থ্রু এনে দেন উমেশ যাদব। তাঁর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন নাজমুল হোসেন শান্ত। এরপর দ্রুত দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ইয়াসির আলি। জাকির হোসেনের সঙ্গে জুটি বেঁধে লড়াই করার চেষ্টা করছিলেন লিটন দাস। শেষ পর্যন্ত কুলদীপ যাদবের বলে উমেশের হাতে ক্যাচ দিয়ে আউট হন লিটন। ১৯ রান করেন তিনি।
এক প্রান্ত থেকে উইকেট পড়লেও অন্যপ্রান্ত আগলে ছিলেন জাকির হোসেন। অভিষেক টেস্টে দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন। ২২৪ বলে ১৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০০ রান করেন জাকির। তিনি আউট হওয়ার পর মনে হচ্ছিল মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান দলকে টানছিলেন। অক্ষরের বলে বোল্ড হন মুশফিকুর। ৫০ বলে তিনি করেন ২৩। একই ওভারে স্টাম্প আউট হন নুরুল হাসান।
৬ উইকেটে ২৭২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বেঙ্গল টাইগাররা। সাকিব ৪০ আর মিরাজ ৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন। ৩টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল, ১টি করে উইকেট পান কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ২৪১ রান।
❤ Support Us