Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৭, ২০২৪

সেঞ্চুরি হাতছাড়া জাদেজার, ভারত তুলল ৪৩৬, দ্বিতীয় ইনিংসে লড়ছে ইংল্যান্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
সেঞ্চুরি হাতছাড়া জাদেজার, ভারত তুলল ৪৩৬, দ্বিতীয় ইনিংসে লড়ছে ইংল্যান্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট কোহলির না থাকাটা কোনও প্রভাবই ফেলল না। কোহলিকে ছাড়াই দল যে বড় রানে পৌঁছতে পারে হায়দরাবাদে প্রমাণ করে দিলেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুলরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই চালকের আসনে ভারত। ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তুলল ৪৩৬। এগিয়ে গেল ১৯০ রানে।

প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ২৩ ওভারে ১ উইকেটে ১১৯। যশস্বী জয়সওয়াল ৭৬ ও শুভমান গিল ১৪ রানে অপরাজিত ছিলেন। প্রথম দিন যেভাবে খেলছিলেন মনে হয়েছিল সেঞ্চুরি করেই মাঠ ছাড়বেন যশস্বী। কিন্তু অনিয়মিত বোলার জো রুটের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট হন। ৭৪ বলে তিনি করেন ৮০। শুভমান গিল মাত্র ২০ রান করে আউট হন। এরপর ভারতকে এগিয়ে নিয়ে যান শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল।

দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পরপরই আউট হন শ্রেয়স আয়ার। ৩৫ রান করে তিনি রেহান আহমেদের বলে সাজঘরে ফেরেন। শ্রেয়স আউট হওয়ার পর দায়িত্ব কাঁধে তুলে নেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। আক্রমণাত্মক ব্যাটিং করেই ১২৩ বলে ৮৬ রান করে আউট হন রাহুল। অল্পের জন্য তিনি সেঞ্চুরি হাতছাড়া করেন। শ্রীকর ভরত মূল্যবান ৪১ রান করে আউট হন। রবিচন্দ্রন অশ্বিন অবশ্য ব্যাটে কোনও অবদান রাখতে পারেননি। ৩৫৮ রানের মাথায় সপ্তম উইকেট হারায় ভারত। বাকি সময়টা অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে রবীন্দ্র জাদেজা কাটিয়ে দেন। ৬২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। ৮১ রান করে অপরাজিত ছিলেন জাদেজা।

তৃতীয় দিন সকালে ১১৯ তম ওভারের তৃতীয় বলে আউট হন রবীন্দ্র জাদেজা। ৮৭ রান করে জো রুটের বলে এলবিডব্লু হন তিনি। পরের বলেই বুমরাকে (০) বোল্ড করেন রুট। এরপর রেহান আহমেদ তুলে নেন অক্ষর প্যাটেলকে (৪৪)3 অক্ষর আউট হওয়ার সঙ্গে সঙ্গে ৪৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।৭৯ রানে ৪ উইকেট নেন জো রুট। দুটি করে টম হার্টলি ও রেহান আহমেদ।

১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরু থেকেই আক্রমাত্মক ছিলেন দুই ওপেনার জ্যাক  ক্রলিও বেন ডাকেট। দশম ওভারে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বলে স্লিপে রোহিতের হাতে ক্যাচ দিয়ে আউট হন ক্রলি (৩৩ বলে ৩১)। মধ্যাহ্নভোজের বিরতির সময় ইংল্যান্ড ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে। ক্রিজে রয়েছেন বেন ডাকেট (৩৮) ও অলি পোপ (১৬)।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!