Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২, ২০২৪

যশস্বীর দুরন্ত সেঞ্চুরিতে প্রথম দিনে ভারত তুলল ৩৩৬/‌৬

আরম্ভ ওয়েব ডেস্ক
যশস্বীর দুরন্ত সেঞ্চুরিতে প্রথম দিনে ভারত তুলল ৩৩৬/‌৬

হায়দরাবাদে প্রথম টেস্টে সেভাবে জ্বলে উঠতে পারেননি ব্যাটাররা। বিশাখাপত্তনমে মাঠে নামার আগে ব্যাটিং নিয়ে চিন্তায় ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম দিনের শেষে ৬ উইকেটে ৩৩৬ রান তুলেছে ভারত। যশস্বীর সৌজন্যে ভারতীয় দলের স্কোর বোর্ড যথেষ্ট ঝকঝকে। তবে বাকি ব্যাটারদের নিয়ে টিন্তা থেকেই গেল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
বিশাখাপত্তনমে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথম একাদশে তিনটি পরিবর্তন করে মাঠে নেমেছে ভারত। লোকেশ রাহুলের জায়গায় টেস্ট অভিষেক হল রজত পতিদারের। এছাড়া প্রথম একাদশে কুলদীপ যাদব ও মুকেশ কুমার। পাটা উইকেটেও দলকে ভরসা দিতে পারলেন না শুভমান গিল, শ্রেয়স আয়াররা। অধিনায়ক রোহিত শর্মার ফর্মও চিন্তার কারণ। যশস্বী জীবনের সেরা ইনিংস না খেললে ভারতীয় দলের যে কী হাল হত, ভাবলেই শিউরে উঠতে হবে। জীবনের ষষ্ঠ টেস্টেই দ্বিতীয় শতরান তুলে নিয়েছেন যশস্বী। শনিবার মাঠে নামবেন দ্বিশতরানের লক্ষ্যে।
ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন দুই ওপেনার রোহিত ও যশস্বী। যথেষ্ট সতর্ক ছিলেন রোহিত। তাঁকে রীতিমতো পরিকল্পনা করা তুলে নেন বেন স্টোকস। শোয়েব বশিরের বলে লেগ স্পিপে রেখেছিলেন অলি পোপকে। লেগ গ্লান্স করতে গিয়েই তাঁর হাতে ক্যাচ দেন রোহিত (‌১৪)‌। দলকে যশস্বীর সঙ্গে জুটি বেঁধে দলকে ভালই টানছিলেন শুভমান গিল। উইকেটে জমে গিয়েও মধ্যাহ্নভোজের আগে জিমি অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন শুভমান (‌৩৪)‌।
এরপর শ্রেয়স আয়ারকে নিয়ে ৯০ রানের জুটি গড়েন যশস্বী। শ্রেয়সও সতর্কভাবে ব্যাটিং করছিলেন। টম হার্টলির বলে ব্যাকফুটে স্কোয়ার কাট করতে গিয়ে ফোকসের হাতে ক্যাচ দেন শ্রেয়স (‌২৭)‌। শ্রেয়স আউট হওয়ার পর সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী। তাঁর জীবনের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি আসে ১৫১ বলে। টেস্ট অভিষেকে দুর্ভাগ্যের শিকার হন রজত পতিদার। উইকেটে জমে গিয়েও ৩২ রানের বেশি করতে পারলেন না। রেহান আমেদের বল ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয় রজতের। অক্ষর প্যাটেল (‌২৭)‌, কেএস ভরত (‌১৭)‌ উইকেট ছুঁড়ে দেন।
একপ্রান্তে পরপর উইকেট পড়লেও কুম্ভের মতো অন্য প্রান্ত আগলে রয়েছেন যশস্বী জয়সওয়াল। হায়দরাবাদে সেঞ্চুরি মিস করলেও এদিন দুরন্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন। প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন ১৭৯ রানে। এটাই টেস্টে তাঁর সর্বোচ্চ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে করেছিলেন ১৭১। যশস্বীর ১৭৯ রানের ইনিংসে রয়েছে ১৭টি চার ও ৫টি ছয়। অভিষেক টেস্টে শোয়েব বশির ১০০ রানে ২ উইকেট পেয়েছেন। রেহান আহমেদ ৬১ রানে নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন টম হার্টলি ও জিমি অ্যান্ডারসন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!