Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৪

‌রোহিত, জাদেজার সেঞ্চুরি, অভিষেক টেস্টে নজর কাড়লেন সরফরাজও, চাপ কাটিয়ে ভারত ৩২৬/‌৫

আরম্ভ ওয়েব ডেস্ক
‌রোহিত, জাদেজার সেঞ্চুরি, অভিষেক টেস্টে নজর কাড়লেন সরফরাজও, চাপ কাটিয়ে ভারত ৩২৬/‌৫

৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। চাপের মুখে দুরন্ত সেঞ্চুরি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার। অভিষেক টেস্টে নজর কাড়লেন সরফরাজ খান। এই তিন ব্যাটারের দাপটে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রাথমিক ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারত। প্রথম দিনের শেষে ভারতের রান ৮৬ ওভারে ৫ উইকেটে ৩২৬।
রাজকোটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। স্কোর বোর্ডে ২২ রান ওঠার ফাঁকেই প্রথম উইকেট হারায় ভারত। মার্ক উডের বলে রুটের হাতে ক্যাচ দিয়ে আউট হন যশস্বী জয়সওয়াল (‌১০)‌। আগের ম্যাচে সেঞ্চুরি করা শুভমান গিল (‌০)‌ খাতা খুলতে পারেননি। তিনিও উডের শিকার। এরপর রজত পতিদারকে (‌১)‌ তুলে নিয়ে ভারতকে আরও চাপে ফেলে দেন উড।
রজত আউট হওয়ার পর ক্রিজে আসেন জাদেজা। টিম ম্যানেজমেন্ট চায়নি অভিষেক টেস্টে সরফরাজকে চাপের মুখে ফেলতে। তাই জাদেজাকে পাঠানো। অধিনায়ক রোহিতের সঙ্গে দু্র্দান্ত জুটি গড়ে তোলেন জাদেজা। রোহিত–জাদেজার ২০৪ রানের জুটি ভারতকে চাপ থেকে বার করে নিয়ে আসে। চা পানের বিরতির পরেই সেঞ্চুরি পূর্ণ করেন রেহিত। এটি টেস্টে তাঁর একাদশ সেঞ্চুরি। ৭ মাস পরে টেস্টে সেঞ্চুরি পেলেন। গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষবার সেঞ্চুরি করেছিলেন। শেষ পর্যন্ত ১৯৬ বলে ১৩১ রান করে মার্ক উডের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে আউট হন রোহিত।
রোহিত ফিরে যাওয়ার পর জাদেজার সঙ্গে জুটি বাঁধেন সরফরাজ খান। একবারও দেখে মনে হয়নি জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেছেন। রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন। ৪৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে হার্দিক পাণ্ডিয়ার রেকর্ড স্পর্শ করেন সরফরাজ। শেষ পর্যন্ত জাদেজার ভুলে রান আউট হন তিনি। ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ৬৬ বলে ৬২ রান করেন সরফরাজ। দিনের শেষে সেঞ্চুরি করে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (‌১১০)‌। জাদেজার সঙ্গে ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নিয়েছেন মার্ক উড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!