- Uncategorized এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৮, ২০২৪
দ্বিতীয় ইনিসে দুর্দান্ত প্রত্যাবর্তন, তবুও ভারতের সামনে পরাজয়ের হাতছানি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ধস নামলেও দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ে সম্পূর্ণ অন্য ছবি। দুর্দান্ত প্রত্যাবর্তন রোহিত শর্মাদের। ব্যাটিংয়ে হাল ফিরলেও ভারতের সামনে কিন্তু পরাজয়ের হাতছানিও রয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটারদের কাছে ম্যাচ বাঁচানোর অগ্নিপরীক্ষা। দিনের শেষ বলে আউট হয়ে ভারতকে আরও কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছেন বিরাট কোহলি।
বৃষ্টির জন্য প্রথম দিন একবলও খেলা হয়নি। দ্বিতীয় দিন টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ৩ উইকেটে ১৮০ রান তুলেছিল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র ২২ ও ড্যারিল মিচেল ১৪ রানে অপরাজিত ছিলেন। দিনের শুরুতেই মিচেলকে তুলে নেন মহম্মদ সিরাজ। ১৮ রান করে আউট হন মিচেল। টম ব্লান্ডেল (৫), গ্লেন ফিলিপস (১৪), ম্যাট হেনরিরা (৮) দ্রুত আউট হন। ২৩৩ রানে ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড।
একসময় মনে হচ্ছিল হয়তো ২৫০ রানের গন্ডি পার করতে পারবে না কিউয়িরা। কিন্তু টিম সাউদিকে নিয়ে দুর্দান্ত জুটি গড়ে তোলেন রাচিন রবীন্দ্র। দুজনের জুটিতে ওঠে ১৩৭। সাউদিকে তুলে নিয়ে জুটি ভাঙেন মহম্মদ সিরাজ। ৭৩ বলে ৬৫ রান করে আউট হন সাউদি। আউদি আউট হওয়ার আগেই সেঞ্চুরি পূর্ণ করেন রাচিন রবীন্দ্র। ৩৮৪ রানের মাথায় আউট হন আজাজ প্যাটেল। উইলিয়াম ও’রোর্কেকে সঙ্গে নিয়ে দলকে ৪০০ রানের গন্ডি পার করে দেন রাচিন। ১৫৭ বলে ১৩৪ রান করে আউট হন তিনি। ৪০২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
৩৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসের মতো বিপর্যয়ে পড়তে হয়নি। ওপেনিং জুটিতে ওঠে ৭২। যশস্বী জয়সওয়ালকে (৩৫) তুলে নিয়ে জুটি ভাঙেন আজাজ প্যাটেল। ৫২ রান করে আজাজের বলেই বোল্ড হন রোহিত। ভারতের রান তখন ৯৫। এরপর দুর্দান্ত জুটি গড়ে তোলের প্রথম ইনিংসে শূন্য রান করা বিরাট কোহলি ও সরফরাজ খান। দুজনেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। দিনের শেষ বলে আউট হন কোহলি। ১০২ বলে তিনি করেন ৭০। অন্যদিকে, ৭৮ বলে ৭০ রান করে ক্রিজে রয়েছেন সরপরাজ খান। ভারত ৩ উইকেটে তুলেছে ২৩১। ইনিংস পরাজয় এড়াতে ভারতকে এখনও ১২৫ রান তুলতে হবে।
❤ Support Us