Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২১, ২০২৪

৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় নিউজিল্যান্ডের

আরম্ভ ওয়েব ডেস্ক
৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় নিউজিল্যান্ডের

না, কোনও মিরাকেল ঘটাতে পারলেন না যশপ্রীত বমুরা, মহম্মদ সিরাজরা। প্রত্যাশামতোই ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিতে নিল নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে কিউয়িদের জয় এল ৮ উইকেটে। ৩৬ বছর ভারতের বিরুদ্ধে টেস্ট জিতল নিউজিল্যান্ড। ভারতের মাটিতে এটা নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট জয়।
বৃষ্টিবিঘ্নিত বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন একবলও খেলা হয়নি। দ্বিতীয় দিন টস জিতে ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। মধ্যাহ্নভোজের বিরতির পরপরই মাত্র ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৪০২ রান। দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। সরফরাজ খান, ঋষভ পন্থ, বিরাট কোহলিদের ব্যাটে ভর করে তুলেছিল ৪৬২। জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০৭ রান।
চতুর্থ দিনেই ভারতের দেওয়াল লিখনটা পরিস্কার হয়ে গিয়েছিল। বেঙ্গালুরু টেস্টে জিততে গেলে ভারতীয় বোলারদের অলৌকিক কিছু ঘটাতে হত। প্রথম ওভারেই কিউয়ি অধিনায়ক টম লাথামকে (‌০)‌ তুলে নিয়ে সামান্য হলেও আশার আলো দেখিয়েছিলেন যশপ্রীত বুমরা। ডেভন কনওয়েকেও (‌১৭)‌ ফেরান বুমরা। ৩৫ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ভারতীয় বোলারদের আর কোনও সুযোগ দেননি উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র। এই জুটিই নিউজিল্যান্ডকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ২ উইকেট হারিয়ে ১১০ রান তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। ৪৮ রানে অপরাজিত থাকেন ইয়ং। অন্যদিকে, ৩৯ রানে অপরাজিত থাকেন রাচিন রবীন্দ্র। তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ২৯ রানে ২ উইকেট নেন বুমরা।
তিন টেস্টের সিরিজে ভারত ১–০ ব্যবধানে পিছিয়ে গেল। ভারতের মাটিতে এখনও পর্যন্ত ৩৭ টেস্ট খেলে এই নিয়ে মাত্র ৩টিতে জয় পেন নিউজি‌ল্যান্ড। ১৯৬৯ সালে নাগপুরে প্রথমবার ভারতের বিরুদ্ধে টেস্ট জিতেছিল কিইয়িরা। এরপর ১৯৮৮ সালে জন রাইটের নেতৃত্বে মুম্বইতে শেষবার ভারতের মাটিতে টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। ৩৬ বছর পর এবার টম ল্যাথামের নেতৃত্বে টেস্ট জিতল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!