Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২২, ২০২২

শেষ ম্যাচ টাই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
শেষ ম্যাচ টাই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

একঝাঁক সিনিয়র ক্রিকেটার বিশ্রামে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা করেছিল টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্টকে হতাশ করেননি হার্দিক পান্ডিয়ারা। দ্বিতীয় সারির দল নিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে নিল ভারত। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৭৫ রানে জিতেছিল ভারত। তৃতীয় ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথে খেলা বন্ধ হয়ে যায়। ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ম্যাচ টাই। ফলে ১–০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। প্রথমে ব্যাট করে ১৯.‌৪ ওভারে নিউজিল্যান্ড তোলে ১৬০। ভারত ৯ ওভারে ৭৫/‌৪ তোলার পর বৃষ্টি নামে। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ম্যাচ টাই।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন উইলিয়ামসনের পরিবর্তে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিতে নামা টিম সাউদি। দ্বিতীয় ওভারেই ফিন অ্যালেনকে (‌৩)‌ তুলে নিয়েছিলেন অর্শদীপ সিং। উইলিয়ামসনের পরিবর্তে ৩ নম্বরে নামা চ্যাপম্যানও (‌১২)‌ দলকে নির্ভরতা দিতে পারেননি। ডেভন কনওয়ে এবং গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের ভিত গড়ে দেন। ৫টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৫৯ রান করেন কনওয়ে। ফিলিপসের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৫৪ রান। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার এবং ৩টি ছয়। কনওয়ে আউট হওয়ার পরেই ধস নামে নিউজিল্যান্ডের ইনিংসে। ১৪০/‌৪ থেকে ১৬০ রানে শেষ হয়ে যায়। মাত্র ২০ রানে শেষ ৬ ব্যাটারকে হারায় নিউজিল্যান্ড। দুরন্ত বোলিং করে ১৭ রানে ৪ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। ৩৭ রানে ৪ উইকেট নেন অর্শদীপ সিং।
ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও ভাল হয়নি। ওপেনিং জুটি নিয়ে দুঃস্বপ্ন চলছেই। এদিন ইশান কিশান ও ঋষভ পন্থ জুটিতে ওঠে ১৩। দ্বিতীয় ওভারে ইশানকে (‌১১ বলে ১০)‌ তুলে নেন মিলনে। তৃতীয় ওভারে পরপর দু’‌বলে ঋষভ (‌৫ বলে ১১)‌ ও শ্রেয়স আয়ারকে (‌০)‌ তুলে নিয়ে ভারতকে চাপে ফেলে দেন টিম সাউদি। এরপর ক্রিজে নেমেই ঝড় তোলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ও সূর্যকুমার যাদব দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন। সপ্তম ওভারে সূর্যকুমারকে (‌১০ বলে ১৩)‌ তুলে নেন ইস সোধি। ৯ ওভার খেলার পর বৃষ্টি নামে। তখন ভারতের রান ছিল ৪ উইকেটে ৭৫। হার্দিক ৩০ রানে অপরাজিত ছিলেন। ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ম্যাচ টাই হয়ে যায়। ম্যাচের সেরা হন মহম্মদ সিরাজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!