- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৮, ২০২৩
না জানিয়েই ভারত–পাক ম্যাচে রিজার্ভ ডে? জয় শাহর সঙ্গে আবার সংঘাত পাক বোর্ডের

এশিয়া কাপ নিয়ে দীর্ঘদিন ধরেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহর সঙ্গে লড়াই চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। লড়াই থামার কোনও লক্ষণ নেই। ভারত–পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আবার সংঘাতে জড়ালেন জয় শাহ।
১০ সেপ্টেম্বর কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ লিগে এই দুই দলের ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথে পরিত্যক্ত হয়। আগামী ১০ দিন কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রবিবার ভারত–পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ভারত–পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সুপার ফোরের আর কোনও ম্যাচে অবশ্য রিজার্ভ ডে নেই। ফাইনালের জন্য অবশ্য আগে থেকেই রিজার্ভ ডে ঠিক হয়ে আছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহর ভারত–পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। অথচ তাদের না জানিয়েই এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন জয় শাহ। তাঁর এই একতরফা সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ।
এদিকে, কলম্বো থেকে হাম্বানটোটায় ম্যাচ সরানোর কথা উঠলেও ভারতীয় দলের ক্রিকেটাররা নাকি রাজি হননি। এমনই কথা শোনা যাচ্ছে। এই নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাসকার। আসল সত্যিটা প্রকাশ্যে নিয়ে আসার দাবি তুলেছেন তিনি।
❤ Support Us