Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৩, ২০২৪

৯২ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন ডিন এলগাররা

একদিনে ২৩ উইকেট!‌ ৫৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকা!‌ দেশের মাটিতে ১২৫ বছরের ইতিহাসে সর্বনিম্ন রান!‌

আরম্ভ ওয়েব ডেস্ক
৯২ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন ডিন এলগাররা

৯২ বছর আগের রেকর্ড স্পর্শ করল দক্ষিণ আফ্রিকা। ১৯৩২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ৪ ব্যাটার ৫ রানে পৌঁছতে পারেননি। বুধবার ভারতের বিরুদ্ধে কেপ টাউন টেস্টে সেই রেকর্ড স্পর্শ করলেন ডিন এলগাররা। এদিন দক্ষিণ আফ্রিকার প্রথম ৪ ব্যাটার এইডেন মার্করাম, ডিন এলগার, টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবসের রান যথাক্রমে ২, ৪, ২ ও ৩।

বিশ্ব ক্রিকেটে প্রথম ৪ ব্যাটারের ৫ রানে পৌঁছতে না পারার ঘটনা প্রথম ঘটে ১৩৬ বছর আগে। ১৮৮৮ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে সিডনি টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম ৪ ব্যাটার ৫ রানে পৌঁছে পারেননি। শুধু তাই নয়, ওই ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম ১০ ব্যাটারই দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেননি। টম গ্যারেথ সর্বোচ্চ ১০ রান করেন। অস্ট্রেলিয়া মাত্র ৪২ রানে গুটিয়ে গিয়েছিল।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ৪ ব্যাটারের ৫ রানে পৌঁছতে না পারার ঘটনা ঘটেছে মোট ২২ বার। এর মধ্যে দক্ষিণ আফ্রিকারই রেকর্ড সংখ্যক ৪ বার। প্রথমবার এই নজির গড়েছিল ১৮৮৯ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৭ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তোলে ৪৩। এই ইনিংসে প্রোটিয়াদের প্রথম ৪ ব্যাটার ৫ রানে পৌঁছতে পারেননি। এরপর ১৯২৭ সালে সেই ইংল্যান্ডের বিরুদ্ধে আবার একই ঘটনা ঘটে। তৃতীয়বার হয় ১৯৩২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, মেলবোর্নে। প্রথম ইনিংসে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তোলে ৪৫ রানে।

বুধবারের আগে প্রথম ৪ ব্যাটারের ৫ রানে পৌঁছতে না পারার ঘটনা ঘটে ২০২২ সালে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম ৪ ব্যাটার টম লাথাম, উইল ইয়ং, কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে ৫ রানে পৌঁছতে পারেননি। একদিনে ২৩ উইকেট !‌ ৫৫ রানে শেষ দক্ষিণ আফ্রিকা !‌ ভারত শেষ ৬ উইকেট হারিয়ে কোনও রান তুলতে পারেনি !‌ ঘটনাবহুল কেপ টাউনে ভারত–দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে রেকর্ডের ছড়াছড়ি। সিরিজে সমতা ফেরানোর ম্যাচে ভারতীয় জোরে বোলারদের দাপটে প্রথম দিনেই কোনঠাসা দক্ষিণ আফ্রিকা।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!