Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৩, ২০২৩

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হার, বিশ্বকাপের প্রস্তুতি ভাল হল না ভারতীয় মহিলা দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হার, বিশ্বকাপের প্রস্তুতি ভাল হল না ভারতীয় মহিলা দলের

টি২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য ত্রিদেশীয় সিরিজে খেলতে নেমেছিল ভারত। প্রস্তুতির শেষ পর্বটা ভাল হল না ভারতের কাছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হল ৫ উইকেট। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছিল ভারত। জবাবে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। দুরন্ত ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন চোলে টাইরন। ৩২ বলে ৫৭ রান করে তিনি অপরাজিত থাকেন।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। লিগ পর্বের ম্যাচগুলোর মতো এদিন শুরুটা ভাল হয়নি ভারতের। দ্বিতীয় ওভারে প্রথম ধাক্কা খায় ভারত। ননকুলুলেকো মালাবার বলে বোল্ড হন স্মৃতি মান্ধানা। এদিন কোনও রানই তিনি করতে পারেননি। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। প্রোটিয়া বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে সামনে রান তোলার গতি ছিল খুবই স্লথ। সপ্তম ওভারের শেষ বলে আবার ধাক্কা খায় ভারত। সেই মালাবার বলেই আউট হন জেমাইমা রডরিগেজ। ১৮ বলে ১১ রান করে তিনি সাজঘরে ফেরেন। এরপর ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যান হারলিন দেওল ও অধিনায়ক হরমনপ্রীত কাউর। দুজনের জুটিতে ওঠে ৪৮ রান। ১৫তম ওভারের শেষ বলে আউট হন হরমনপ্রীত। ২২ বলে তিনি করেন ২১ রান। ইনিংসের শেষ ওভারে আউট হন হারলিন। ৫৬ বলে তিনি করেন ৪৬। দীপ্তি শর্মা ১৪ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬ রানে দ২ উইকেট নেন মালাবা। আয়াবঙ্গা খাকা ও অধিনায়ক সুনে লুস একটি করে উইকেট নেন।
জয়ের জন্য ১১০ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না দক্ষিণ আফ্রিকার কাছে। কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারায তৃতীয় ওভারে ওভারে লৌরা উলভারডার্টকে (‌০)‌  তুলে নেন দীপ্তি শর্মা। এরপর ষষ্ঠ ওভারে তাজমিন ব্রিটসকে (‌৮)‌ ফেরান স্নেহ রানা। পরের ওভারেই লারা গুডালকে (‌৭)‌ তুলে নেন রাজেশ্বরী গায়কোয়াড়। অন্যদিকে, অধিনায়ক সুনে লুসকে (‌১২)‌ আউট করে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন রেনুকা সিং। ৬৬ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় প্রোটিয়ারা। অ্যানেরিয়ে ডার্কসেনকে (‌৮)‌ আউট করেন স্নেহ রানা। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দেন চোলে টাইরন। ৩২ বলে ৫৭ রান করে তিনি অপরাজিত থাকেন। অন্যদিকে, ১৭ রান করে অপরাজিত থাকেন নাদিনে ডি ক্লের্ক। ভারতের হয়ে ২টি উইকেট নেন স্নেহ রানা। ১টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!