- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ২৯, ২০২৪
বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও জয়, এক ম্যাচ বাকি থাকতেই টি২০ সিরিজ ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও জয়। ডাকওয়ার্থ–লুইস নিয়মে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি২০ সিরিজ জিতে নিল ভারত। প্রথম সিরিজেই বাজিমাত গম্ভীর–সূর্যকুমার জুটির।
বৃষ্টির জন্য এদিন ম্যাচ কিছুটা দেরিতেই শুরু হয়েছিল। টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথম ম্যাচে দুরন্ত ব্যাট করা পাথুম নিসাঙ্কা এদিনও ভাল শুরু করেছিলেন। কিন্তু অন্য ওপেনার কুশল মেন্ডিস (১১ বলে ১০) নিজেকে মেলে ধরতে পারেননি। চতুর্থ ওভারে অর্শদীপ সিংয়ের তৃতীয় বলে তিনি যখন ফেরেন, শ্রীলঙ্কার রান ২৬। এরপর নিশাঙ্কা ও কুশল পেরেরা জুটি পাল্টা আক্রমণ শানিয়ে চাপে ফেলে দেন ভারতীয় বোলারদের। ৮০ রানের মাথায় জুটি নিসাঙ্কাকে তুলে নিয়ে জুটি ভাঙেন রবি বিষ্ণোই। ২৪ বলে ৩২ রান করেন নিসাঙ্কা।
নিসাঙ্কা আউট হওয়ার পর রান তোলার গতি বজায় রাখেন পেরেরা ও কামিন্দু মেন্ডিস। ১৬ তম ওভারের প্রথম বলেই আউট হন কামিন্দু (২৩ বলে ২৬)। ওই ওভারেরই শেষ বলে কুশল পেরেরাকে (৩৪ বলে ৫৩) ফেরান হার্দিক পাণ্ডিয়া। এরপরই একের পর এক উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ উ্যন্ত ২০ ওভারে তোলে ১৬১/৯। ২৬ রানে ৩ উইকেট নেন রবি বিষ্ণোই। অর্শদীপ সিং, হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট।
ভারত ব্যাট করতে নামার ৩ বল পরেই বৃষ্টি শুরু হয়। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ওভার সংখ্যা কমে যায়। ভারতের সামনে ৮ ওভারে টার্গেট দাঁড়ায় ৭৮। দ্বিতীয় ওভারের প্রথম বলেই চোটের কারণে খেলতে না পারা শুভমানের পরিবর্তে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন (০)। সঞ্জু ফিরে যাওয়ার পর ঝন তোলেন যশস্বী জয়সওয়াল ও সূর্যকুমার যাদব। ১২ বলে ২৬ রান করে আউট হন সূর্য। ভারতের রান তখন ৪.২ ওভারে ৫১। পরের ওভারেই আউট হন যশস্বী (১৫ বলে ৩০)। ৯ বল বাকি থাকতে ভারতকে জয় এনে দেন হার্দিক পাণ্ডিয়া (৯ বলে অপরাজিত ২২)। ৬.৩ বলে ৮১/৩ রান তুলে ম্যাচ ও সিরিজ জিতে নেয় ভারত।
❤ Support Us