Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১৩, ২০২৪

‌দুরন্ত যশস্বী, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দুরন্ত যশস্বী, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। পরপর দুটি ম্যাচ জিতে ২–১ ব্যবধানে এগিয়ে যান শুভমান গিলরা। চতুর্থ ম্যাচে জিম্বাবায়োকে ১০ উইকেটে উড়িয়ে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ দখল করল ভারত। দুরন্ত ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল।
টস জিতে এদিন জিম্বাবোয়েকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন শুভমান গিল। জিম্বাবোয়ের দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে এবং তাদিওয়ানাশে মারুমানি যেভাবে শুরু করেছিলেন, মনে হচ্ছিল বড় রান করবে জিম্বাবোয়ে। নবম ওভারে অভিষেক শর্মার হাত ধরে প্রথম সাফল্য পায় ভারত। মারুমানিকে (‌৩১ বলে ৩২)‌ তুলে নেন অভিষেক। পরের ওভারে মাধেভেরেকে (‌২৪ বলে ২৫)‌ ফেরান শিবম দুবে। ব্রায়ান বেনেট (‌৯)‌ ও জোনাথান ক্যাম্পবেল (‌৩)‌ দ্রুত ফেরায় বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় জিম্বাবোয়ের। সিকান্দার রাজার (‌২৮ বলে ৪৬)‌ লড়াই জিম্বাবোয়েকে দেড়শ রানের দিকে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তোলে জিম্বাবোয়ে। ভারতের খলিল আমেদ ৩২ বলে ২টি উইকেট নেন। তুষার দেশপাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, শিবম দুবে ১টি করে উইকেট পান।
ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে বোলারদের কোনও রকম সুযোগ দেননি যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। আগের ম্যাচেও দারুণ শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার। বিধ্বংসী মেজাজে ছিলেন শুভমান। এদিন শুভমানের তুলনায় বেশি আক্রমণাত্মক ছিলেন যশস্বী। ২৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৯.‌৪ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় ভারত।
প্রথম দিকে সতর্ক থাকলেও পরে দিকে আক্রমণাত্মক হয়ে ওঠেন শুভমান। ৩৫ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান, পরপর দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিলেন। তবে অধিনায়ককে ছাপিয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকলেন। মারেন ১৩টি ৪ ও ২টি ৬। ৩৯ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। তাঁর ইনিংসে রয়েছে ৬টি ৪ ও ২টি ৬। ১৫.‌২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!