Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৯, ২০২৪

আজ সিরিজে জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপাতে মরিয়া হরমনপ্রীতরা

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ সিরিজে জয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপাতে মরিয়া হরমনপ্রীতরা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টি২০ সিরিজেও চাকা ঘোরানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন হরমনপ্রীত কাউররা। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হারতে হয়েছিল ভারতকে। ৬ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল অসিরা। আজ সিরিজের তৃতীয় ম্যাচ। অস্ট্রেলিয়ার লক্ষ্য শেষ ম্যাচ জিতে টেস্ট সিরিজ হারের প্রতিশোধ নেওয়া। অন্যদিকে, ভারতের লক্ষ্য টি২০ সিরিজও পকে ভরা।
ধারাবাহিকতার অভাবেই দ্বিতীয় ম্যাচে ডুবতে হয়েছিল ভারতকে। টপ অর্ডার রান পায়নি। শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানার ওপেনিং জুটি প্রথম ম্যাচে জয়ের ভিত গড়ে দিয়েছিল। পরে বল হাতে দাপট দেখিয়েছিলেন তিতাস সাধু, শ্রেয়াঙ্কা পাটিলরা। দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ অন্যছবি। শেফালি, স্মৃতিরা রান পাননি। তিতাসও নিজেকে মেলে ধরতে পারেননি। ৩ ওভারে ২১ রান দিয়েছিলেন। কোনও উইকেট পাননি।
ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে অধিনায়ক হরমনপ্রীত কাউরের ফর্ম। একেবারেই ফর্মে নেই ভারতীয় দলের ক্যাপ্টেন। ভারতকে সিরিজ জিততে গেলে হরমনপ্রীতের রান পাওয়াটা জরুরি। জেমাইমা রডরিগেজকেও রানে ফিরতে হবে। একমাত্র দীপ্তি শর্মা ছাড়া আর কোনও ক্রিকেটার ধারাবাহিক নন। বল হাতে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাটেও রীতিমতো দলকে ভরসা দিচ্ছেন দীপ্তি।
সিরিজের শেয় ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর বলেন, ‘‌আমাদের ডেথ ওভার বোলিংয়ে সমস্যা হচ্ছে। এইদিকে নজর দিতে হবে। আগের ম্যাচের ভুলগুলো চিহ্নিত করেছি। আশা করছি ভুল শুধরে শেষ ম্যাচ জিতেই মাঠ ছাড়ব।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!