Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২১, ২০২৪

আবার ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোর জুটি

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোর জুটি

জাতীয় দলে জুটি বেঁধে দেশকে সাফল্য এনে দিয়েছিলেন। দীর্ঘদিনের খরা কাটিয়ে টি২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন। ভারতীয় ক্রিকেটে আবার দেখা যাবে সেই রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোর জুটিকে। তবে এবার আর জাতীয় দলে নয়, ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেটে।
কিছুদিন আগেই আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। এবার বিক্রম রাঠোরকে ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করল রাজস্থান রয়্যালস। শুক্রবারই সরকারিভাবে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে রাঠোরকে ব্যাটিং কোচ করার কথা জানানো হয়েছে। মূলত রাহুল দ্রাবিড়ের পরামর্শেই রাঠোরকে ব্যাটিং কোচের দায়িত্ব দিল রাজস্থান রয়্যালস।
রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের হেড কোচ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল ‌তাঁর সহকারী হতে পারেন বিক্রম রাঠোর। কিন্তু সমায়িকভাবে নিউজিল্যান্ডের দায়িত্ব নেওয়ায় তখন আর রাজস্থানের সঙ্গে চুক্তি করেননি। নিউজিল্যান্ডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই তিনি রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। এবার দুই বিশ্বজয়ী কোচকে আইপিএলের ডাগ আউটে একসঙ্গে দেখা যাবে।
এক বিবৃতিতে রাহুল দ্রাবিড় বলেছেন, ‘রাঠোরের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। ওর মাথা খুবই ঠান্ডা। টেকনিক্যাল দক্ষতাও দারুণ। আমি আত্মবিশ্বাসী যে, ওর ঠান্ডা মাথা ও টেকনিক্যাল দক্ষতা রাজস্থান রয়্যালসের কাজে লাগবে। সকলের সঙ্গে মানিয়ে নেওয়ার দারুণ দক্ষতা রয়েছে।’‌ তিনি আরও বলেন, ‘‌আমরা দুজনে জনে ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছি। আশা করছি রাজস্থানকেও সাফল্য এনে দিতে পারব। রাজস্থানকে শীর্ষে নিয়ে যাওয়াই লক্ষ্য।’‌
আবার দ্রাবিড়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বিক্রম রাঠোর। তিনি বলেন, ‘‌রাহুলের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে ভাল লাগছে। রয়্যালস পরিবারের অংশ হতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে দলে। এই দলের আমি দলের দৃষ্টিভঙ্গিতে অবদান রাখতে এবং রয়্যালস এবং ভারতের জন্য সেরা ক্রিকেটার তৈরির লক্ষ্যে কাজ করার জন্য উন্মুখ, দলকে আইপিএলে চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!