শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচ ভারতের কাছে ছিল সিরিজ বাঁচানোর। মরণবাঁচন ম্যাচে দারুণভাবেই জ্বলে উঠল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখল। ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে জয় এনে দিলেন সূর্যকুমার যাদব। দায়িত্বশীল ব্যাটিং করেন তিলক ভার্মাও।
আগের দুটি ম্যাচে টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। এদিন ঈশান কিষাণকে বসিয়ে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। বোলিংয়েও পরিবর্তন। রবি বিষ্ণোইয়ের জায়গায় প্রথম একাদশে কুলদীপ যাদব। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে ওঠে ৫৫। ব্রেন্ডন কিং (৪২ বলে ৪২) ও কাইল মেয়ার্স (২০ বলে ২৫) ভাল শুরু করেছিলেন। মেয়ার্সকে তুলে নিয়ে জুটি ভাঙেন অক্ষর প্যাটেল।
এরপর ক্যারিবিয়ানদের ভাঙার কাজ করেন কুলদীপ যাদব। নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন জনসন চার্লসকে (১৪ বলে ১২)। তৃতীয় ওভারে ফেরান নিকোলাস পুরান (১২ বলে ২০) ও ব্রেন্ডন কিংকে (৪২ বলে ৪২)। শিমরন হেটমায়ের (৮ বলে ৯) রান না পেলেও ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯/৫ রানে পৌঁছে দেন রভম্যান পাওয়েল (১৯ বলে অপরাজিত ৪০)। ২৮ রানে ৩ উইকেট নেন কুলদীপ।
জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য নিয়ে শুরুতেই যশস্বী জয়সওয়ালকে (১) হারায় ভারত। টি ২০ অভিষেক ম্যাচ স্মরনীয় করে রাখতে পারলেন না যশস্বী। শুভমান গিল (৬) আবার ব্যর্থ। এরপর জ্বলে ওঠেন সূর্যকুমার যাদব। ৪৪ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতের জয়ের ভিত গড়ে দেন। মারেন ৪টি ৬ ও ১১টি ৪। তাঁকে যোগ্য সহায়তা করেন তিলক ভার্মা। দুজনের জুটিতে ওঠে ৮৭। সূর্য আউট হওয়ার পর ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিলক ভার্মা (৩৭ বলে অপরাজিত ৪৯) ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া (১৫ বলে অপরাজিত ২০)। ১৭.৫ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34