- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৮, ২০২৪
প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলে যোগ্যতা অর্জন ভারতীয় পুরুষ দলের
২০২৪ প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলে খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয় পুরুষ দল। জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান অলিম্পিক যোগ্যতাঅর্জন প্রতিযোগিতায় সোনা জিতেছে ভারত। দেশকে সোনা এনে দিয়েছেন বরুণ তোমার, অর্জুন সিং চিমা এবং উজ্জ্বল মালিক। দলগত বিভাগে মোট ১৭৪০ পয়েন্ট সংগ্রহ করে সোনা জিতেছে ভারত।
ফাইনালে ভারতের হয়ে সব থেকে বেশি পয়েন্ট সংগ্রহ করেছেন বরুণ তোমার। তাঁর সংগ্রহে ৫৮৬ পয়েন্ট। অর্জুন সিং চিমার সংগ্রহে ৫৭৯ পয়েন্ট এবং উজ্জ্বল মালিক সংগ্রহ করেছেন ৫৭৫ পয়েন্ট। এই বিভাগে রুপো জিতেছে ইরান আর কোরিয়ার ঝুলিতে এসেছে ব্রোঞ্জ।
পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগেরও ফাইনালে উঠেছেন বরুণ তোমার ও অর্জুন সিং চিমা।
এশিয়ান অলিম্পিক যোগ্যতাঅর্জন প্রতিযোগিতা থেকে প্যারিস অলিম্পিকের জন্য মোট ১৬টি কোটা পূরণ করা হবে। এর মধ্যে পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে চারটি করে কোটা। ভারত সর্বোচ্চ তিনটি করে দল পাঠাতে পারবে।
মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে এখনও ভারতের সম্ভাবনা রয়েছে দেশকে অলিম্পিকের ছাড়পত্র এনে দেওয়ার দায়িত্ব এখন এষা সিং, রিদম সাঙ্গয়ান ও সুরভি রাওয়ের উপর।
জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২৬ টি দেশের মোট ৩৮৫ জন শুটার অংশ নিয়েছেন। প্যারিস অলিম্পিকের ছাড়পত্রের পাশাপাশি ২৫৬ টি পদকের জন্য প্রতিযোগীরা লড়াই করছেন। রাইফেল, পিস্তল এবং শর্টগান বিভাগে ইতিমধ্যেই ভারত ১৩ টি কোটা পূর্ণ করে ফেলেছে।
❤ Support Us