- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৯, ২০২৪
বাংলাদেশকে ৪৪ রানে হারিয়ে টি২০ সিরিজ শুরু করল ভারতীয় মহিলা দল

বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে টি২০ সিরিজ শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে জয় এসেছে ৪৪ রানে। বাংলাদেশের নিগার সুলতানার লড়াই কাজে এল না বাকিদের ব্যর্থতায়। নিগার একা করেন ৫১। বাংলাদেশের বাকি ব্যাটারদের সংগ্রহ মাত্র ৫০। অর্থাৎ ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। পাওয়ার প্লে–তে ভারত ১ উইকেট হারিয়ে তোলে ৩৯। স্মৃতি মানধানা ও শেফালি ভার্মার দু’দুটি সহজ ক্যাচ ফেলেন বাংলাদেশ ফিল্ডাররা। না হলে আরও বেকায়দায় পড়ত ভারত। তবে স্মৃতি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। মাত্র ৯ রান করে তিনি আউট হন। ২২ বলে ৩১ রান করে ফেরেন শেফালি। মিজল অর্ডারে যস্তিকা ভাটিয়া (২৯ বলে ৩৬), হরমনপ্রীত কাউর (২২ বলে ৩০), রিচা ঘোষদের (১৭ বলে ২৩) খুব বেশি আক্রমণাত্মক হওয়ার সুযোগ দেননি বাংলাদেশ বোলাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ভারত। ২৩ রানে ৩ উইকেট নেন রাবেয়া খান। ১৩ রানে ২ উইকেট মারুফা আখতারের।
ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ৬.১ ওভারে ৩০ রান তোলার ফাঁকেই ৪ উইকেট হারায়। শুরুতেই বাংলাদেশকে ধাক্কা দিয়েছিলেন রেণুকা সিং। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাংলাদেশ। সোমা আখতারকে নিয়ে সাময়িক প্রতিরোধ গড়ে তুলেছিলেন অধিনায়ক নিগার সুলতানা। সোমা (১৮ বলে ১১) ফিরতেই আবার ধস নামে বাংলাদেশ ইনিংসে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০১ রানে থেমে যায় বাংলাদেশ। ইনিংসের শেষ ওভারে আউট হন নিগার সুলতানা। ৪৮ বলে তিনি করেন ৫১। রেণুকা সিং ১৮ রানে ৩ উইকেট নেন। ২৫ রানে ২ উইকেট নেন পুজা বস্ত্রকার।
❤ Support Us