- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৭, ২০২৪
বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচেও জয়, ৪–০ ব্যবধানে এগিয়ে গেলেন হরমনপ্রীতরা

টানা ৩ ম্যাচ জিতে ৫ ম্যাচের টি২০ সিরিজ আগেই পকেটে ভরে নিয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচেও জয় ভারতীয় মহিলা দলের। ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ৫৬ রানে জিতে ৪–০ ব্যবধানে এগিয়ে গেলেন হরমনপ্রীত কাউররা।
রবিবার রাত থেকেই সিলেটে বৃষ্টি। সোমবার ম্যাচের আগেই হালকা বৃষ্টি পড়ছিল। যার জন্য মিনিট পনের দেরিতে খেলা শুরু হয়। যদিও ওভার সংখ্যা তখনও কমানো হয়নি। টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ওভারেই শরিফা খাতুনের বলে আউট হন শেফালি ভার্মা (২)। ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছিলেন হেমলতা। ১৪ বলে ২২ রান করে তিনি মারুফা আখতারের বলে আউট হন।
৫.৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে। প্রায় ঘন্টা দেড়েক খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামার পর আবার খেলা শুরু হলে ওভার সংখ্যা কমিয়ে ১৪ করা হয়। ওভার সংখ্যা কমে যাওয়ায় দ্রুত রান তুলতে থাকেন স্মৃতি মানধানা (১৮ বলে ২২), হরমনপ্রীত কাউর (২৬ বলে ৩৯), রিচা ঘোষরা (১৫ বলে ২৪)। শেষ পর্যন্ত ১৪ ওভারে ৬ উইকেটে ১২২ রান তোলে ভারত।
জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্য বাংলাদেশের কাছে যথেষ্ট কঠিনই ছিল। কারণ গোটা সিরিজে বাংলাদেশ ব্যাটাররা নিজেদের একেবারেই মেলে ধরতে পারেননি। চতুর্থ ওভারে আউট হন মুর্শিদা খাতুন (১)। অন্য ওপেনার দিলারা আখতার (২৫ বলে ২১) কিছুটা লড়াই করলেও বাকিরা ব্যর্থ। ১৪ ওভারে শেষ পর্যন্ত ৬৮/৭ তুলতে সমর্থ হয় বাংলাদেশ। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও আশা সোভানা।
❤ Support Us