- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১, ২০২৪
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ১৯ রানে হারিয়ে ২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় মহিলা দল

জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারত যখন ৫.২ ওভারে ৪৭ রান তুলে ফেলেছে, তুমুল বৃষ্টি। সিলেটে ভারত–বাংলাদেশ মহিলাদের টি২০ সিরিজ মাঝপথে বন্ধ করে দিতে হয়। তাতেও কিন্তু ভারতের জয় আটকায়নি। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি২০ ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে বাংলাদেশকে ১৯ রানে হারিয়ে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ভারতকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল দয়ালান হেমলতার ঝোড়ো ব্যাটিং।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে দিলারা আখতার (১০) আউট হলেও অন্য ওপেনার মুর্শিদা খাতুন (৪৯ বলে ৪৬) ভাল ব্যাটিং করেন। তাঁকে কিছুটা সাহায্য করেন সোবহানা মোস্তারি। ১৫ বলে ১৯ রান করে তিনি আউট হন। এরপর ধস নামে বাংলাদেশ ইনিংসে। অন্য প্রান্ত আগলে রাখেন মুর্শিদা খাতুন নবম ব্যাটার হিসেবে তিনি আউট হন। ১১ ওভারের মাথায় বৃষ্টি নামে। এরপর খেলা বন্ধ হয়ে যায়। এক ঘণ্টার কাছাকাছি খেলা বন্ধ থাকলেও ওভার সংখ্যা কমেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১৯ রান তোলে বাংলাদেশ। রিতু মনি করন ২০। ১৮ রানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। ১৯ রানে ৩ উইকেট নেন রাধা যাদব। ২টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও শ্রেয়াঙ্কা পাটিল।
জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় বলেই শেফালি ভার্মাকে (০) তুলে নেন মারুফা আখতার। আবার বৃষ্টির আশঙ্কায় ঝোড়ো ব্যাটিং শুরু করেন দয়ালান হেমলতা। ৫.২ ওভার পর আবার বৃষ্টি নামে। সেই সময় ভারতের রান ছিল ১ উইকেট ৪৭। পরে আর বৃষ্টি থামেনি। ডাকওয়ার্থ–লুইস নিয়মে জিতে যায় ভারত। ২৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন হেমলতা। ৭ বলে ৫ রান করে অপরাজিত থাকেন স্মৃতি মানধানা।
❤ Support Us