Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৯, ২০২৩

বাংলাদেশকে ৫৩ রানে উড়িয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি সেরে রাখল ভারত

বাংলাদেশকে ৫৩ রানে উড়িয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি সেরে রাখল ভারত

শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে মহিলাদের টি২০ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ১২ ফেব্রুয়ারি মাঠে নামবে ভারত। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরুর আগে দারুণভাবেই প্রস্তুতি সেরে নিল ভারত। বুধবার বাংলাদেশকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল ৫২ রানে। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৮৩/‌৫। বাংলাদেশ থেমে যায় ১৩১/‌৮ রানে।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। শুরুটা ভাল হয়নি ভারতের ৬ ওভারের মধ্যে ৩৫ রানে ৩ উইকেট হারায়। আউট হন ইয়াস্তিকা ভাটিয়া (‌১০)‌, শেফালি ভার্মা (‌৯)‌ ও হারলিন দেওল (‌১০)‌। এরপর ক্রিজে নেমে ঝড় তোলেন রিচা ঘোষ। জেমাইমা রডরিগেজও আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন। শেষ পর্যন্ত ২৭ বলে ৪১ রান করে আউট হন জেমাইমা। দেবিকা বৈদ্য করেন ১ রান। ৫৬ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ। তিনি মারেন ৩টি ৪ ও ৬টি ৬। ৪ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন পূজা বস্ত্রকার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান তোলে ভারত। বাংলাদেশের হয়ে নাহিদা আখতার ২৪ রানে ২ উইকেট নেন।
ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল বাংলাদেশ। ৩.‌২ ওভারে ২৪ রান তুলে ফেলে। এরপরই ধাক্কা খায় বাংলাদেশ। শামিমা সুলতানাকে (‌১৫)‌ তুলে নেন রাজেশ্বরী গায়কোয়াড়। শোভনা মোস্তারিকে (‌২)‌ ফেরান দীপ্তি শর্মা। এরপর বাংলাদেশকে টানছিলেন মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা। মুর্শিদাকে (‌৩২)‌ রাধা যাদব তুলে নিতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩১/‌৮ তুলতে সক্ষম হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৪০ রান করেন নিগার সুলতানা। ভারতের হয়ে দেবিকা বৈদ্য ২১ রানে ২ উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!