- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৯, ২০২৪
সিরিজের শেষ ম্যাচেও জয় হরমনপ্রীতদের, ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে মহিলাদের টি২০ সিরিজে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারল না বাংলাদেশ। সিরিজ আগেই খুঁইয়েছিল। শেষ ম্যাচ জিতে সম্মান বাঁচানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তাতেই ব্যর্থ বেঙ্গল টাইগ্রেসরা। সিরিজের শেষ তথা পঞ্চম ম্যাচে ২১ রানে হেরে ভারতের কাছে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। অক্টোবরে নিজেদের দেশে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ভাল হল না বাংলাদেশের কাছে।
সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। পঞ্চম ওভারের প্রথম বলে শেফালি ভার্মার (১৪ বলে ১৪) উইকেট হারায় ভারত। স্মৃতি মানধানা ও দয়ালান হেমলতা দলে ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অস্টম ওভারের শেষ বলে আবার ধাক্কা খায় ভারত। ২৫ বলে ৩৩ রান করে আউট হন স্মৃতি। এরপর হেমলতা ও হরমনপ্রীত কাউর বাংলাদেশ বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন।
৬ বলের ব্যবধানে হরমনপ্রীত (২৪ বলে ৩০), হেমলতা (২৮ বলে ৩৭) ও এস সঞ্জনা (১) ফিরে যাওয়ায় পাল্টা চাপে পড়ে ভারত। এই সময় দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশের দুই স্পিনার নাইদা আখতার ও রাবেয়া খান। না হলে ভারতের রান আরও বাড়ত। শেষ পর্যন্ত ভারতকে দেড়শ রানের গন্ডি পার করে দেন রিচা ঘোষ (১৭ বলে অপরাজিত ২৮)। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৫৬/৫।
সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ ব্যাটাররা জ্বলে উঠতে পারেননি। সোবহানা মোস্তারিকে (৯ বলে ১৩) তুলে নিয়ে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন তিতাস সাধু। এরপর বাংলাদেশ ইনিংসে একের পর এক আঘাত হানেন রাধা যাদব। তাঁর প্রথম শিকার দিলারা আখতার (৪)। এরপর ফেরান অধিনায়ক নিগার সুলতানাকে (৭)। রুবিয়া হায়দারকেও (২০) তুলে নেন রাধা। সোমা আখতারকে (১) ফেরান আশা শোভনা। ১০ ওভারের মধ্যে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। রিতু মনি (৩৭), শরিফা খাতুন (অপরাজিত ২৮), রাবেয়া খানদের (অপরাজিত ১৪) লড়াই বাংলাদেশকে ২০ ওভারে ১৩৫/৬ রানে পৌঁছে দেয়। ভারতের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন রাধা যাদব, ২৫ রানে ২ উইকেট আশা শোভনার। ম্যাচ ও সিরিজের সেরা রাধা যাদব।
❤ Support Us