- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২২, ২০২৪
কুঠার হাতে অন্যায় বিনাশ আসছেন অশ্বারোহী ‘সেনাপতি’। ‘পারারা’ সঙ্গীতে কমল জ্ঞাপন

মরুভূমির মাঝে এক যুদ্ধক্ষেত্র। হাজার হাজার সশস্ত্র সৈনিক ঘিরে রয়েছে সে ভূমি। আচমকা একটি ছায়া মানবের আবির্ভাব হয়। অশ্বারোহী মানুষটি এক হাতে ঘোড়ার রশি আর অন্য হাতে অস্ত্র নিয়ে শত্রু নিধন করে চলেছে। নেপথ্যে বেজে চলেছে ‘পারারা পারারা।’ এমন একটি মুহূর্তের সাক্ষী থাকল ইউটিউব।
মুক্তি পেতে চলেছে ‘ইন্ডিয়ান টু।’ কামাল হাসানের পরবর্তী ছবি। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল ‘ইন্ডিয়ান’। সেই বছরে যথেষ্ট ব্যবসা করে তামিল ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটি। তার সিকোয়েল হিসেবে এলো ‘ইন্ডিয়ান টু।’ আজ মুক্তি পেল ছবির একটি গান ‘পারারা পারারা।’ গানটি তুলে ধরেছে ‘সেনাপতি’-কে, যে অন্যায়ের বিনাশ ঘটাত , আইনের শাসন মজবুত করতে মানবসমাজে আবির্ভূত হয়। একজন স্বাধীনতা সংগ্রামী , যে দেশের জন্য নিজের সর্বস্ব পণ করে, এমনকি নিজের জীবন দিতেও দুবার ভাবেনা, আজ সে এসেছে ফিরে। স্বাধীন দেশে আইন কায়েম করতে, সে হাতে তুলে নেয় অস্ত্র। এমন মানুষকে নিজেদের ‘সেনাপতি’ হিসেবে দেখবে সাধারণ মানুষ, এতে আর আশ্চর্য কি!
‘পারারা পারারা’ ‘সেনাপতি’র সেই ছবিকেই পুনঃপ্রতিষ্ঠা করতে চলেছে, যা আঁকা রয়েছে সাধারণ জনমানসে। অশ্বারোহী অবশ্য আর কেউ নন, স্বয়ং কামাল হাসান। অবশ্য এই গানে তিনি আছেন ওই ছায়ামানব রূপেই।
গানটির রচয়িতা অনিরুদ্ধ রবিচন্দর। গানে গলাও মিলিয়েছেন তিনি। অন্যান্য কণ্ঠশিল্পীরা হলেন স্রুতিকা সামুধ্রালা। গীতিকার হলেন পারঞ্জিত।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় মুখেরা। যেমন আছেন সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রুকুলপ্রীত সিং, সুরিয়া, ববি সিমহা, বিবেক, প্রিয়া ভবানী শঙ্কর, ব্রহ্মানন্দম, সামুথিরাকানি, নেদুমুদি ভেনু, দিল্লি গনেশ, মনোবালা, জগন, কালিদাস জয়ারাম, গুলশন গ্রোভার, জাকির হুসেন, পিউশ মিশ্র, অখিলেন্দ্র মিশ্র, প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন শঙ্কর। আগামী ১২ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। কামাল হাসানের ছবি মানেই তাতে চমকের পর চমক। বিশেষ করে মেক আপের কারিকুরিতে এর আগে বহুবার দর্শককে অবাক করেছেন তিনি। ‘চাচী ৪২০’, ‘বিশ্ব রূপম’ প্রভৃতি ছবিগুলি এখনও তার সাক্ষ্য বহন করে। জুলাই মাসের মধ্যাহ্ন এখন বড় পর্দায় কতটা ঝড় তুলবে, সেদিকেই তাকিয়ে সিনেমাপ্রেমী মানুষেরা।
❤ Support Us