- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২, ২০২৪
ক্যুইন্সল্যান্ডে অসিদের বিরুদ্ধে চাপে ভারতীয় ‘এ’ দল

প্রথম ইনিংসে মুকেশ কুমারের বোলিং ও দ্বিতীয় ইনিংসে সাই সুদর্শন এবং দেবদত্ত পাড়িক্কলের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে অস্ট্রেলিয়া ‘এ দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল ভারতীয় ‘এ দল। কিন্তু তৃতীয় দিনেই হারের মুখে ভারত। জয়ের জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলের দরকার আর মাত্র ৮৬ রান। হাতে ৭ উইকেট। ভারতকে জিততে গেলে চতুর্থদিন সকালে বোলারদের জ্বলে উঠতেই হবে।
প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় ‘এ’ দল। দ্বিতীয় দিনের শেষে তুলেছিল ২ উইকেট হারিয়ে ২০৮ রান। ৩০ রানের মধ্যে ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড় (৫) ও অভিমন্যু ঈশ্বরণ (১২)। ৯৬ রান করে ক্রিজে ছিলেন সাই সুদর্শন। আর ৮০ রানে অপরাজিত ছিলেন দেবদত্ত পাড়িক্কল। মনে হচ্ছিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের ওপর দ্বিতীয় ইনিংসে বিশাল রানের টার্গেট চাপিয়ে দেবে ভারত। কিন্তু এদিন ব্যাটাররা বড় রান না পাওয়ায় তা সম্ভব হল না। দ্বিতীয় ইনিংসে ভারত গুটিয়ে যায় ৩১২ রানে।
এদিন দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন সাই সুদর্শন। ১০৩ রান করে টড মার্ফির বলে তিনি আউট হন। ভারতের রান তখন ২২৬। ২ ওভার পরই ফিরে যান দেবদত্ত পাড়িক্কল (৮৮)। আগের দিনের সঙ্গে তিনি মাত্র ৮ রান যোগ করেন। ৬ রান করে ফিরে যান বাবা ইন্দ্রজিৎ। এরপর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঈশান কিষাণ ও নীতীশ রেড্ডি। ঈশান (৩২) আউট হতেই ধস ভারতের ইনিংসে। ৩১২ রানে গুটিয়ে যায়। নীতীশ রেড্ডি করেন ১৭। নভদীপ সাইনি ১৮ রানে অপরাজিত থাকেন। ফার্গুস ও’নেল ৫৫ রানে ৪ উইকেট নেন। ৭৭ রানে ৩ উইকেট টড মার্ফির।
জয়ের জন্য ২২৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ‘এ’ দল ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছে। জয়ের জন্য এখনও প্রয়োজন ৮৬ রানে। হাতে আছে ৭ উইকেট। আউট হয়েছেন স্যাম কন্টাস (১৬), মার্কাস হ্যারিস (৩৬), ক্যামেরন ব্যানক্রফট (১৬) আউট হয়েছেন। মানব সুতার, প্রসিদ্ধ কৃষ্ণ এবং মুকেশ কুমার ১টি করে উইকেট নিয়েছেন। চতুর্থ দিনে কঠিন চ্যালেঞ্জ মুকেশ কুমারদের কাছে। বোলাররা জ্বলে উঠতে না পারলে পরাজয় নিশ্চিত ভারতের।
❤ Support Us