- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ২৯, ২০২৩
ভারতীয় সেনার নজির্বিহীন দৃষ্টান্ত । পাক-চিন সীমান্ত রক্ষার দায়িত্বে পাঁচ মহিলা গোলন্দাজ
ভারতীয় সেনায় রচিত হল নতুন ইতিহাস । যুদ্ধক্ষেত্রে শত্রুর গোলাগুলির মুখে এবার দেশের মেয়েরাও। গোলন্দাজ বাহিনীতে যোগ দিলেন দেশের পাঁচ মহিলা লেফটেন্যাণ্ট। চেন্নাইয়ের সেনা ট্রেনিং অ্যাকাডেমিতে দীর্ঘদিন প্রশিক্ষণের পর শনিবার ভারতীয় সামরিক বাহিনীর গোলন্দাজ বিভাগে যোগ দিলেন তাঁরা।
যাঁরা যোগ দিলেন তাঁদের নাম — লেফ্টেনেন্ট আকাঙ্খা, মেহাক সাইনি, সাক্ষ্মী দুবে, অদিতি যাদব এবং পায়াস মুদগিল। দীর্ঘদিন বায়ুসেনার সঙ্গে যুক্ত ছিলেন। এবার স্থল সীমান্তের দায়িত্ব সামলাবেন। সেনা সূত্রে জানা যাচ্ছে, চিন ও পাকিস্তানের উত্তেজনাপূর্ণ জায়গায় তাঁদের পোস্টিং করা হয়েছে। যথেষ্ট প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন তাঁরা। ভারতীয় সেনা দেশের মেয়েদের যোগদানে যে নতুন রূপ পাচ্ছে সে কথা জানিয়েছেন সেনার পদস্থ আধিকারিকেরা। গত জানুয়ারি মাসেই চিফ অফ আর্মি স্টাফের প্রস্তাব অনুমোদন করে ভারত সরকার। তার ভিত্তিতেই ভারতীয় মহিলাদের গোলন্দাজ বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। যা বাস্তবে রূপ পেল আজ।
❤ Support Us