Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৫, ২০২৫

লক্ষ্যচ্যুত সেন, অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
লক্ষ্যচ্যুত সেন, অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ  থেকে বিদায় ভারতের

দ্বিতীয় রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন ও বিশ্বের তৃতীয় বাছাই জোনাথন ক্রিস্টিকে হারিয়ে চমক দিয়েছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে শেষরক্ষা করতে পারলেন না লক্ষ্য সেন। প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই চীনের লি শি ফেংয়ের কাছে হেরে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন ভারতের এই তারকা। লক্ষ্য সেনের বিদায়ের সঙ্গে ভারতের যাবতীয় আশাও শেষ।

প্রি–কোয়ার্টার ফাইনালে জোনাথন ক্রিস্টিকে হারিয়ে আশা জাগিয়েছিলেন ২০২২ সালের রানার্স লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে চীনের লি শি ফেংয়ের বিরুদ্ধে একেবারেই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। একপেশে ম্যাচে মাত্র ৩৫ মিনিটেই জয় তুলে নেন লি শি ফেং। আগের দুটি রাউন্ডে তিনটি করে গেম খেলতে হয়েছিল চীনের এই শাটলারকে। কোয়ার্টার ফাইনালে তাঁর সেই ক্লান্তির সুযোগ নিতে পারেননি লক্ষ্য সেন।

শুরু থেকেই ঠান্ডা মাথায় ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন লি ফেং। র‌্যালিতে কোনও তাড়াহুড়ো করেননি। আক্রমণাত্মক মানসিকতা দেখিয়ে প্রথম গেম ২১–১০ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় গেমেও দাপট বজায় রেখেছিলেন লি ফেং। লক্ষ্য সেন মাঝে খেলায় ফিরে আসার মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু লি তাঁকে সেই সুযোগ দেননি। ২১–১৬ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান। ১২ বারের সাক্ষাৎকারে লক্ষ্যের বিরুদ্ধে এটা পঞ্চম জয় লি ফেংয়ের।
লক্ষ্য সেনের বিদায়ের সঙ্গে সঙ্গে তৃতীয় রাউন্ডের আগেই ভারতের যাবতীয় আশা শেষ গেল। এর আগে এইচএস প্রণয় এবং পিভি সিন্ধু প্রথম রাউন্ডে হেরে যান। অন্যদিকে, উদীয়মান তারকা মালবিকা বানসোড দ্বিতীয় রাউন্ডে অভিজ্ঞ আকানে ইয়ামাগুচির কাছে হেরে যান। পুরুষদের ডাবলসে আরও হতাশা। চিরাগের চোটের কারণে বৃহস্পতিবার প্রাক্তন বিশ্ব নম্বর ১ জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেঠি জুটি দ্বিতীয় রাউন্ড থেকে নাম প্রত্যাহার করে নেয়।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!