Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ১৪, ২০২৩

ক্যারিবিয়ানদের কাছে সিরিজ হেরে ভুল স্বীকার দ্রাবিড়ের

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্যারিবিয়ানদের কাছে সিরিজ হেরে ভুল স্বীকার দ্রাবিড়ের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটে হেরেছে ভারত। ফলে ৩–২ ব্যবধানে সিরিজ হারতে হল ভারতকে। ক্যারিবিয়ানদের কাছে পাঁচ বা তার বেশি টি২০ ম্যাচের সিরিজে এই প্রথম পরাজয় ভারতীয় দলের। ব্যর্থতার জন্য দলের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। পাশাপাশি নিজেদের ভুলের কথাও স্বীকার করেছেন তিনি।

সিরিজ শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড় বলেন, ‘‌প্রথম দুটি ম্যাচ হেরেও দল ঘুরে দাঁড়িয়েছিল। পুরো সিরিজে আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। এই কারণে আমাদের হারের মুখে পড়তে হয়েছে।’‌ তিনি আরও বলেন, ‘‌এই সিরিজে আমরা বেশকিছু ভুল করেছি। অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। যে যে জায়গায় আমাদের উন্নতি করতে হবে, সেগুলো চিহ্নিত করেছি।’‌ পাশাপাশি দলের তরুণ ক্রিকেটারদের পাশেও দাঁড়িয়েছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘‌আমরা একটা তরুণ এবং উদীয়মান দল নিয়ে খেলছি। তাই এটা ঘটতেই পারে।’‌

তবে টেস্ট ও একদিনের সিরিজ জিতে খুশি ভারতীয় দলের হেড কোচ। দ্রাবিড় বলেন, ‘‌টেস্ট এবং একদিনের সিরিজে জয় পেয়েছি। এতে আমরা খুশি। টি২০ সিরিজে পিছিয়ে থেকেও সমতা ফিরিয়েছি। এটা দারুণ ইতিবাচক দিক। এই সিরিজে তরুণদের সুযোগ দিতে চেয়েছিলাম। ওদের পারফরমেন্স দেখে নিতে চেয়েছিলাম। কয়েকটা নতুন কম্বিনেশন তৈরির চেষ্টা করেছি। সেই দিক থেকে দেখতে গেলে এই সিরিজ যথেষ্ট ইতিবাচক।’‌

ওয়েস্ট ইন্ডিজের সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মুকেশ কুমারের। বাংলার এই জোরে বোলারের প্রশংসাও করেছেন দ্রাবিড়। তিনি বলেন, ‘‌কঠিন সময়ে বোলিং করার জন্য মুকেশ কুমারকে দলে নেওয়া হয়েছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে ভাল বোলিং করে মুকেশ নিজেকে প্রমাণ করেছেন। এই ক্রিকেটাররা এবার আয়ারল্যান্ড সফরে যাবে। আশা করছি সেখানে ভাল ফল করবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!