Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৪

জাপান–ব্রিটেনে মন্দা, তৃতীয় শক্তিশালী অর্থনীতি হওয়ার সুযোগ ভারতের সামনে

আরম্ভ ওয়েব ডেস্ক
জাপান–ব্রিটেনে মন্দা, তৃতীয় শক্তিশালী অর্থনীতি হওয়ার সুযোগ ভারতের সামনে

দীর্ঘদিন আগেই ভারত বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনীতি হওয়ার লড়াইয়ে নেমেছে। ২০২০ সালে করোনার জন্য দেশের অর্থনীতি ধীরে ধীরে নীচের দিকে নামতে শুরু করে। অস্বাভাবিক মুদ্রাস্ফীতি ভারতীয় অর্থনীতিকে বেসামাল করে দিয়েছিল। ধাক্কা খেয়েছিল বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনীতি হওয়ার স্বপ্ন। খারাপ সময় কাটিয়ে ভারতীয় অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। আবার বিশ্বের তৃতীয় শক্তিশালী হওয়ার স্বপ্নও দেখতে শুরু করেছে। আগামী কয়েক বছরের মধ্যে স্বপ্নপূরণ হতে পারে। আর সেই সুযোগ এনে দিয়েছে জাপান।
বৃহস্পতিবার বিভিন্ন দেশের জিডিপি প্রকাশিত হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে জাপানের জিডিপি অনেকটাই নেমে গেছে। মার্কিন ডলারের বিপরীতে ইয়েনের পতন হয়েছে। দেশের অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি থেকে ছিটকে গেছে জাপান। তৃতীয় স্থানে উঠে এসে জার্মানি। জাপানের জিডিপি এখন ৪.‌২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে জার্মানির জিডিপি পৌঁছেছে ৪.‌৫ ট্রিলিয়ন ডলারে। গত অক্টোবর–ডিসেম্বরের ত্রৈমাসিক সময়ের মধ্যে জাপানের মোট জিডিপি বার্ষিক ভিত্তিতে ০.‌৪ হ্রাস পেয়েছে।
কেন জাপানের জিডিপি–র হার কমছে?‌ উঠে এসেছে চমকপ্রদ তথ্য। অর্থনীতি বিদদের মতে, জাপানে তারুণ্যের গতি অনেকটাই কমে যাচ্ছে। কারণ, জনগনের বড় অংশ বার্ধক্যের দিকে এগিয়ে চলেছে। এতে মানুষের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে। দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। ব্রিটেনের অর্থনীতিতেও মন্দা দেখা গিয়েছে। গত অক্টোবর– ডিসেম্বরের ত্রৈমাসিকে জিডিপি কমেছে ০.১ শতাংশ। আগের ত্রৈমাসিকে জিডিপি কমেছিল ০.৩ শতাংশ।
জাপান–ব্রিটেনের জিডিপি–র পতনে ভারতের সামনে বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনীতি হওয়ার রাস্তা ক্রমশ পরিস্কার হচ্ছে। ভারতীয় অর্থনীতি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে এসেছে। জাপানের এই পতনের ফলে প্রথম পাঁচ অর্থনীতির দেশের মধ্যে ব্যবধান কমে গিয়েছে। ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান এবং জার্মানির পিছনেই রয়েছে। ২০২৪ সালে জিডিপি বৃদ্ধি পেয়ে ৬.‌২ শতাংশে পৌঁছবে বলে অনুমান করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!