Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৯, ২০২৩

‌বুকে পেসমেকার নিয়ে এভারেস্টে উঠতে গিয়ে মৃত পর্বতারোহী

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বুকে পেসমেকার নিয়ে এভারেস্টে উঠতে গিয়ে মৃত পর্বতারোহী

বুকে পেসমেকার নিয়ে এশিয়ার প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্টে উঠে বিশ্বরেকর্ড গড়তে চেয়েছিলেন ৫৯ বছর বয়সী সুজান লিওপোল্ডিনা জেসুস। কিন্তু শেষরক্ষা হল না। বৃহস্পতিবার নেপালে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েন। বেস ক্যাম্প থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি।

পেসমেকার লাগানো সুজানকে বেস ক্যাম্পে অভ্যন্তরীণ অনুশীলনের সময় স্বাভাবিক গতি বজায় রাখতে ব্যর্থ হওয়ার পরে তাঁকে মাউন্ট এভারেস্টের চূড়া উঠতে নিষেধ করা হয়েছিল। কিন্তু সকলের পরামর্শ তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি শিখরে আরোহণ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। সুজানের বক্তব্য ছিল, পর্বতারোহণের অনুমতি পাওয়ার জন্য ইতিমধ্যেই তিনি অর্থ প্রদান করেছেন। বেস ক্যাম্পের একটু ওপরে ৫৮০০ মিটার পর্যন্ত উঠেছিলেন সুজান। তারপর অসুস্থ হয়ে পড়েন। বুধবার সন্ধ্যায় চিকিৎসার জন্য জোরপূর্বক সুজানকে এয়ারলিফ্ট করে লুকলা শহরে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাসপাতালে ভর্তি করা হয়।

নেপালের পর্যটন বিভাগের আধিকারিক যুবরাজ খাতিওয়াদা বলেছেন, ‘‌মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে অভিযোজন অনুশীলনের সময় অসুস্থ হয়ে পড়ায় সুজান লিওপোল্ডিনা জেসুসকে সোলুখুম্বু জেলার লুকলা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং বৃহস্পতিবার মারা যান।’‌ অভিযানের সংগঠক গ্লেসিয়ার হিমালয়ান ট্রেকের চেয়ারম্যান ডেন্ডি শেরপা বলেন, ‘‌সুজানকে জোর করে লুকলায় ফিরিয়ে নিয়ে যেতে হয়েছিল। ওরে লুকলায় নিয়ে যাওয়ার জন্য একটা হেলিকপ্টার ভাড়া করা হয়েছিল।’‌ তিনি আরও বলেন, ‘‌আমরা সুজনকে পাঁচ দিন আগে পর্বতারোহন থেকে সরে আসতে বলেছিলাম। কিন্তু তিনি এভারেস্টে আরোহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। সুজান পর্বতারোহণের জন্য উপযুক্ত ছিল না।’‌

বেস ক্যাম্পের ওপরে ২৫০ মিটার দূরে ক্রম্পটন পয়েন্টে পৌঁছাতে পর্বতারোহীদের সাধারণত ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। প্রথম প্রচেষ্টায় সুজান ৫ ঘন্টা, দ্বিতীয় প্রচেষ্টায় ৬ ঘন্টা এবং তৃতীয় প্রচেষ্টায় ১২ ঘন্টা সময় লেগেছিল। ডেন্ডি শেরপা বলেন, ‘‌প্রথম এশীয় মহিলা হিসেবে পেসমেকার নিয়ে এভারেস্ট চূড়ায় উঠে নতুন বিশ্ব রেকর্ড গড়তে চেয়েছিলেন সুজান। তাঁর গলায় সমস্যা হচ্ছিল এবং এমনকি সহজে খাবারও গিলতে পারতেন না।’‌ বৃহস্পতিবার বিকেলে সুজানের মৃতদেহ কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য মহারাজগঞ্জ পৌরসভার ত্রিভুবন বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুজানের পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যার মধ্যে তাঁদের কাঠমান্ডু পৌঁছানোর কথা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!