- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১৯, ২০২৩
আজ এশিয়ান গেসসে চীনের বিরুদ্ধে হার বাঁচানোই লক্ষ্য ভারতের

আজ এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে চীনের বিরুদ্ধে নামছে ভারত। একেই দল গঠন নিয়ে ছিল চূড়ান্ত ডামাডোল। ক্লাবগুলি সেরা ফুটবলারদের না ছাড়ায় দ্বিতীয় সারির দল পাঠাতে হয়েছে ভারতকে। তার ওপর ফুটবলারদের একসঙ্গে অনুশীলন করাতে পারেননি। বিনা অনুশীলনেই আজ চীনের বিরুদ্ধে নামতে হচ্ছে ভারতকে। ভাল ফলের আশা ছেড়ে শক্তিশালী চীনের বিরুদ্ধে হার বাঁচানোই লক্ষ্য ভারতীয় শিবিরের।
এশিয়ান গেমসে অনূর্ধ্ব ২৩ ফুটবলারদের সঙ্গে ৩ জন সিনিয়র ফুটবলার খেলানো যায়। করোনার জন্য একবছর পিছিয়ে গেছে এশিয়ান গেমস। তাই এবছর অনূর্ধ্ব ২৪ বছর বয়সী ফুটবলাররা খেলার সুযোগ পেয়েছেন। এশিয়ান গেমসের দল গঠন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাককে। দলের সেরা ফুটবলারদের ছাড়েনি আইএসএলের ক্লাবগুলি। শেষ মুহূর্তে একঝাঁক তরুণ ফুটবলারদের সঙ্গে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্ঘান, লালচুংনুঙ্গার মতো তিন সিনিয়ার ফুটবলারকে জুড়ে দিয়ে দল পাঠানো হয়েছে। তাও আবার বিমান সমস্যায় দলের সঙ্গে যেতে পারেননি লালচুংনুঙ্গা। চিংলেনসানারও একি সমস্যা। এই দুই নির্ভরযোগ্য ফুটবলার আজ যখন চীনে পৌঁছবেন ম্যাচ শুরু হয়ে যাবে।
আজ চীনের বিরুদ্ধে একমাত্র সিনিয়র ফুটবলার সন্দেশ ঝিঙ্ঘানকে শুরু থেকেই খেলাবেন ইগর স্টিম্যাক। সুনীল ছেত্রীকে প্রথম একাদশে রাখবেন না। কারণ বেশ কিছুদিন প্র্যাকটিসে ছিলেন না সুনীল। চীনের বিরুদ্ধে মাঠে নামার আগে স্টিম্যাক বলেন, ‘যে দল পেয়েছি, তাই নিয়েই খেলতে হবে। চীন যথেষ্ট শক্তিশালী দল। ওদের দলে তিনজন সিনিয়র ফুটবলার রয়েছে। লিউ ইয়ং ও তান লং দারুণ ফুটবলার। আমাদের বুদ্ধি করে খেলতে হবে। ট্যাকটিক্যাল ফুটবল খেলে চীনের কাছে না হারাই লক্ষ্য।’ ২০০২ সালে বুসান এশিয়াডে শেষবার চীনের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে ২–০ ব্যবধানে হেরেছিল ভারত।
❤ Support Us