Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৩, ২০২৩

‌চতুর্থ ভারতীয় দাবাড়ু হিসেবে কার্লসেনকে হারিয়ে চমক গুজরাটির

আরম্ভ ওয়েব ডেস্ক
‌চতুর্থ ভারতীয় দাবাড়ু হিসেবে কার্লসেনকে হারিয়ে চমক গুজরাটির

ভারতীয় দাবাড়ুরা যেন ম্যাগনাস কার্লসেনের কাছে শক্ত গাঁট হয়ে দাঁড়িয়েছেন। এর আগে তিন ভারতীয় গ্র্যান্ড মাস্টার প্রজ্ঞানন্দ, ডি গুকেশ ও অর্জুন অ্যারোগেসির কাছে হারতে হয়েছিল বিশ্বজয়ী নরওয়ের এই গ্র্যান্ডমাস্টারকে। এবার তাঁকে হারানোর কৃতিত্ব অর্জন করলেন আর এক ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার বিদিত গুজরাটি। কালো ঘুঁটি নিয়ে কার্লসেনকে হারিয়ে চমক দিয়েছেন তিনি।

অনলাইন প্রো লিগ দাবায় মঙ্গলবার বিশ্বের সেরা ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন বিদিত গুজরাটি। এই অনলাইন প্রো লিগ দাবায় মোট ১৬ টি দল খেলছে। ২৮ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার রয়েছেন ইন্ডিয়ান যোগিজ দলে। অন্যদিকে কার্লসেন খেলছেন কানাডার চেসব্রাহসের হয়ে। কালো ঘুঁটি নিয়ে গুজরাটি মাত করে দেন কার্লসেনকে।

কার্লসেনকে হারিয়ে দারুন খুশি গুজরাটি। তিনি বলেন,‘‌বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দাবাড়ুকে পরাজিত করাটা আমার কাছে অবিশ্বাস্য অনুভূতি। বিশ্বের সর্বকালের সেরা দাবাড়ুকে হারানোর মতো সেরা মুহূর্ত আমার জীবনে বোধহয় আর আসবে না।’‌

ম্যাচ নিয়ে বিদিত গুজরাটি বলেন, ‘‌আমি কার্লসেনের ভুলের অপেক্ষায় বসেছিলাম। ভুল করতেই আমি সেটা কাজে লাগিয়েছি। এর আগেও বেশ কয়েকবার কার্লসেনকে হারানোর কাছাকাছি পৌঁছেছিলাম। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারিনি। শেষ পর্যন্ত ওকে হারাতে পেরে আমি খুশি। সব খেলোয়াড়, দল এবং আমাদের কোচ আরবি রমেশকে কৃতিত্ব দেব।’‌ প্রো লিগে গুজরাটির নেতৃত্বে ভারতীয় যোগিজ দলে রয়েছেন বৈশালী, রৌণক এবং আরণ্যক।


  • Tags:

Read by: 53 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!