- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৬, ২০২৩
মাঠেই নামাজ! রিজওয়ানের শাস্তি চেয়ে আইসিসি–তে নালিশ ভারতীয় আইনজীবীর

পাকিস্তানীদের পেছনে যেন জোঁকের মতো পড়ে রয়েছেন ভারতের আইনজীবী বিনীত জিন্দাল। কিছুদিন আগেই পাকিস্তানের জনপ্রিয় টিভি সঞ্চালিকা জয়নাব আব্বাসের বিরুদ্ধে দিল্লির আদালতে মামলা করেছিলেন। এবার মাঠে নামাজ পড়ার জন্য পাকিস্তানের উইকেটকিপার মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধে আইসিসি–র কাছে অভিযোগ জানালেন। রিজওয়ানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিনীত জিন্দাল।
আইসিসি–র চেয়ারম্যান গ্রেগ বার্কলের কাছে বিনীত জিন্দাল অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ান চলতি বিশ্বকাপে হল্যান্ডের বিরুদ্ধে দলের প্রথম ম্যাচে মাঠেই নামাজ পড়েছেন। মাঠে নামাজ পড়ার ঘটনা অনেক ভারতীয় নাগরিকের কাছে মনে হয়েছে রিজওয়ান নিজ ধর্মকে ইচ্ছাকৃতভাবে তুলে ধরেছেন। এই ধরণের ঘটনা খেলাধূলার চেতনার বিরোধী। এই ধরণের ঘটনা খেলোয়াড়দের চেতনাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। খেলোয়াড়দের আদর্শকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। রিজওয়ান ইচ্ছাকৃতভাবে নিজের ধর্মকে উপস্থাপন করেছেন। সাংবাদিক সম্মেলনে গাজার মানু্ষদের জয় উৎসর্গ করাটা তাঁর ধর্মীয় ও রাজনৈতিক আদর্শ তুলে ধরেছে।’
অভিযোগপত্রে বিনীত জিন্দাল আরও লিখেছেন, ‘২০২১ সালে টি০ বিশ্বকাপেও সুপার ১২–এর ম্যাচে ভারতকে হারানোর পর মাঠেই নামাজ পড়েছিলেন রিজওয়ান। বিভিন্ন ধর্মের মানুষের সামনে রিজওয়ান নিজের ধর্মকে তুলে ধরার জন্য ক্রিকেট মাঠকে ব্যবহার করছে।’ এই ব্যাপারে আইসিসি–কে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিনীত জিন্দাল। তাঁর অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে আইসিসি–র পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে জয়নাব আব্বাসের বিরুদ্ধে সাইবার আইনে দিল্লির আদালতে মামলা করেছিলেন বিনীত জিন্দাল। ৯ বছর আগে এক বিতর্কিত পোস্ট ঘিরে সেই মামলা। বিনীত জিন্দালের মামলার পর ভারত ছেড়ে দেশে ফিরে যান জয়নাব। দেশে ফিরে জয়নাব জানান, তাঁর পরিবার ও বন্ধুরা নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন বলেই ভারত ছেড়ে দেশে ফিরে গিয়েছেন।
❤ Support Us