Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৫, ২০২৪

‌অলিম্পিক টিটি–তে ভারতের ইতিহাস, একসঙ্গে সুযোগ মহিলা ও পুরুষ দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌অলিম্পিক টিটি–তে ভারতের ইতিহাস, একসঙ্গে সুযোগ মহিলা ও পুরুষ দলের

অলিম্পিক টেবিল টেনিসে অভাবনীয় কাণ্ড ঘটাল। এই প্রথম অলিম্পিকে ভারতের পুরুষ ও মহিলা দল একসঙ্গে অংশগ্রহন করবে। বিশ্বের প্রথম ১৬টি দল প্যারিস অলিম্পিকে খেলবে। বুসানে অনুষ্ঠিত বিশ্ব দলগত টেবিল টেনিস প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠতে পারেনি ভারতের কোনও দলই। তা সত্ত্বে ভারতীয় মহিলারা ১৩ তম ও পুরুষরা ১৫ তম দল হিসেবে ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছে। ধারাবাহিকভাবে ভাল খেলার সুবাদে এই সুযোগ পেয়েছে ভারত।
২০০৮ বেজিং অলিম্পিক থেকে টেবিল টেনিসে দলগত ইভেন্ট শুরু হয়েছে। কিন্তু ভারতীয় দল কখনও অলিম্পিকে খেলার সুযোগ পায়নি। বেজিং অলিম্পিক থেকে পুরুষদের ব্যক্তিগত বিভাগে অবশ্য খেলে আসছেন শরথ কমল। এই নিয়ে তিনি পঞ্চমবার অলিম্পিকে নামবেন। মহিলাদের ব্যক্তিগত বিভাগে অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন মনিকা বাত্রা ও সৃজা আকুলা।
মহিলাদের দলগত বিভাগে তিনজন করে খেলোয়াড় থাকেন। মনিকা বাত্রা ও সৃজা আকুলাই দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এদের সঙ্গে রিজার্ভ হিসেবে দলে ঢোকার লড়াই ঐহিকা মুখার্জি ও অর্টনা কামাথের। তবে ঐহিকার পাল্লা ভারী। পুরুষদের দলে শরথ কমল থাকবেন। তাঁর সঙ্গে বাকি কোন দুজন সুযোগ পান, এখন সেটাই দেখার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!