Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৫, ২০২২

হকি বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে ২৩ জনের ভারতীয় দল

আরম্ভ ওয়েব ডেস্ক
হকি বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে ২৩ জনের ভারতীয় দল

আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ২৩ সদস্যের পুরুষ দলের নাম ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ড্র্যাগফ্লিকার হরমনপ্রীত সিং। সহ–অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে অমিত রোহিদাসকে। ভারত আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অ্যাডিলেডে ২৬ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবে। ২০২৩ সালের ১৩ থেকে ২৯ জানুয়ারী ভুবনেশ্বর এবং রাউরকেলায় হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
ভারতীয় হকি দলের প্রধান কোচ গ্রাহাম রিড এক বিবৃতিতে বলেছেন, ‘‌আসন্ন এফআইএইচ পুরুষদের বিশ্বকাপ ভুবনেশ্বর–রাউরকেলায় অনুষ্ঠিত হবে। নিজেদের পরীক্ষা করার জন্য আসন্ন অস্ট্রেলিয়া সফর আমাদের জন্য একটি ভাল সুযোগ।’‌ তিনি আরও বলেন, ‘‌আমরা অভিজ্ঞ খেলোয়াড়দের একটি শক্তিশালী দল বাছাই করেছি। এই খেলোয়াড়রার দেশকে কাঙ্খিত ফল এনে দেবে। স্কোয়াডের গভীরতা পরীক্ষা করার জন্য তরুণদের সংমিশ্রণে দল তৈরি করেছি।’‌
ফরোয়ার্ড লাইনে, দিলপ্রীত সিং, অভিষেক এবং সুখজিৎ সিংয়ের সাথে অভিজ্ঞ মনদীপ সিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া মাঝমাঠে নেওয়া হয়েচে গুরজন্ত সিং, আকাশদীপ সিং, মো. রাহিল মুসিন, রাজকুমার পাল, নীলকান্ত শর্মা, শমসের সিং, হার্দিক সিং, মনপ্রীত সিং এবং সুমিতকে। রক্ষণে, বরুণ কুমার ভুবনেশ্বরে নিউজিল্যান্ড এবং স্পেনের বিরুদ্ধে এফআইএইচ প্রো লিগের ম্যাচ মিস করার পরে দলে ফিরেছেন। জারমানপ্রীত সিং, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং, অমিত রোহিদাস, জুগরাজ সিং, মনদীপ মোর এবং নীলম সঞ্জীপ জেস  ব্যাকলাইন সামলাবেন। হরমনপ্রীত সাম্প্রতিক এফআইএইচ প্রো লিগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিল।
ঘোষিত ভারতীয় দল
গোলরক্ষক: কৃষাণ বাহাদুর পাঠক, শ্রীজেশ পারত্তু রভেন্দ্রন।
ডিফেন্ডার: জারমানপ্রীত সিং, সুরেন্দর কুমার, হরমনপ্রীত সিং (সি), অমিত রোহিদাস (ভি/সি), জুগরাজ সিং, মনদীপ মোর, নীলম সঞ্জীপ জেস, বরুণ কুমার
মিডফিল্ডার: সুমিত, মনপ্রীত সিং, হার্দিক সিং, শমসের সিং, নীলাকান্ত শর্মা, রাজকুমার পাল, মো. রাহিল মুসিন, আকাশদীপ সিং, গুরজন্ত সিং
ফরোয়ার্ড: মনদীপ সিং, অভিষেক, দিলপ্রীত সিং, সুখজিত সিং।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!