Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৯, ২০২৪

৭ দিনেরও কম সময়ে দু-দুবার এভারেস্ট-লোৎসে জয়। রেকর্ড গড়লেন সত্যদীপ

আরম্ভ ওয়েব ডেস্ক
৭ দিনেরও কম সময়ে দু-দুবার এভারেস্ট-লোৎসে জয়। রেকর্ড গড়লেন সত্যদীপ

অনন্য নজির গড়লেন সত্যদীপ গুপ্ত। ৭ দিনের মধ্যে মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে শৃঙ্গ জয় করে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। এছাড়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত পর্বতারোহী হিসেবে ১১ ঘন্টা ১৫ মিনিটের রেকর্ড সময়ে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। মাউন্ট এভারেস্টে দ্রুততম আরোহণের রেকর্ড অবশ্য রয়েছে মিংমা দর্জি শেরপার।

আরও তিন পর্বতারোহী সঙ্গে ২৭ মে দুপুরে ৮৫১৬ মিটার উচ্চতা বিশিষ্ট মাউন্ট লোৎসে জয় করেন সত্যদীপ গুপ্ত। এরপর তিনি মধ্যরাত ১২.৪৫ মিনিটে ৮৮৪৯ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্ট জয় করেন। এক মরশুমে বিশ্বের সর্বোচ্চ এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ জয়ের এক ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেন সত্যদীপ গুপ্ত। এর আগে তিনি ২১ মে মাউন্ট এভারেস্ট ও ২২ মে মাউন্ট লোৎসে জয় করেছিলেন। সত্যদীপের সঙ্গে ছিলেন পাসতেম্বা শেরপা ও নিমা উঙদি শেরপা।

৬ দিন ৭ ঘন্টা এবং ৩১ মিনিটের মধ্যে এক মরশুমে দু-দুবার দুটি শৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছেন সত্যাদীপ গুপ্ত। এছাড়া, ১১ ঘন্টা ১৫ মিনিটের রেকর্ড সময়ে প্রথম ভারতীয় বংশোদ্ভূত পর্বতারোহী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। সব থেকে কম সময়ে মাউন্ট এভারেস্ট আরোহণের রেকর্ড রয়েছে মিংমা দর্জি শেরপার। ৬ ঘন্টা ১ মিনিটের রেকর্ড সময়ে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!