- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৯, ২০২৪
ভারতীয় অলিম্পিক সংস্থায় বিশ্বাসের অভাব, তাঁকে সাইডলাইনের চেষ্টা হচ্ছে, অভিযোগ পিটি ঊষার
ভারতীয় অলিম্পিক সংস্থার মধ্যে চাঞ্চল্যকর ক্ষোভ তৈরি হয়েছে। সভাপতি পিটি ঊষার অভিযোগ, সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরা দল হিসাবে কাজ করছে না। কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে এবং তাঁকে ‘সাইডলাইন’ করার চেষ্টা করছে।
সভাপতিকে অন্ধকারে রেখে কার্যকরী কমিটির সদস্যরা ঊষার নির্বাহী সহকারী অজয় নারাংকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন। তাঁর জায়গায় রঘুরাম আয়ারকে নিয়ুক্ত করেছে। এই ব্যাপারে কার্যকরী কমিটির ৯ জন সদস্য তাঁদের সাক্ষরিত নোটিশ সংস্থার ভবনে টাঙিয়ে দিয়েছে। ঊষার দাবি, কার্যকরী কমিটির অজয় নারাংকে বরখাস্ত করার কোনও অধিকার নেই। মজার বিষয় হল, রঘুরাম আয়ার ও অজয় নারাং দুজনই কাজ করছেন এবং তাঁদের দায়িত্ব পালন করছেন।
কার্যকরী কমিটিকে দেওয়া এক চিঠিতে ঊষা এই সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে বিদ্রোহী সদস্যদের মনে করিয়ে দিয়েছেন, এর চেয়েও তাঁদের বড় দায়িত্ব রয়েছে। সভাপতির অফিস থেকেই আইওএ কর্মীদের নির্দেশ দেওয়া উচিত। তিনি বলেন, ‘আইওএ ভবনের মধ্যে পোস্ট করা নোটিশের অনুলিপি সরিয়ে ফেলতে আইওএ কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের আমার কার্যনির্বাহী সহকারীর মাধ্যমে আমার অফিস থেকে নির্দেশিকা এবং নির্দেশাবলী অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।’
আইওএ সভাপতি নোটিশে স্বাক্ষরকারী ৯ জন কার্যকরী কমিটির সদস্যের দ্বারা অপমানিত বোধ করেছেন এবং মনে করছেন যে, তাঁরা তাকে সাইডলাইন করার চেষ্টা করছেন। পিটি ঊষা তাঁর নির্বাহী সহকারী অজয় নারাংয়ের নিয়োগের পক্ষেও সওয়াল করেছেন। তিনি আরও বলেন যে, শুধুমাত্র তিনি তাঁর নির্বাহী সহকারীকে বরখাস্ত করতে পারেন।
কার্যকরী কমিটির সদস্যদের উদ্দেশ্যে ঊষা চিঠিতে লিখেছেন, ‘এটা হতাশাজনক যে আমরা এখনও একটি দল হিসাবে কাজ করতে পারছি না এবং আপনাদের প্রতিটি কাজ আমাকে সাইডলাইন করার চেষ্টা। আপনাদের সকলকে মনে করিয়ে দেওয়া ছাড়া আমার আর কোন বিকল্প নেই যে, কর্মীদের নিয়োগ এবং বহিস্কারসহ প্রতিদিনের প্রশাসনিক কাজগুলি কার্যনির্বাহী পরিষদের কাজ নয়।’ পিটি ঊষার বিরুদ্ধে বিদ্রোহের সামনের সারিতে রয়েছেন সিনিয়র সহ–সভাপতি অজয় প্যাটেল।
❤ Support Us