Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র প্রচ্ছদ রচনা
  • আগস্ট ৩১, ২০২৩

শিলচরের ক্যানসার বিশেষজ্ঞ রবি কান্নান ও ঢাকার সমাজসেবী করভি রাখশান্দকে ম্যাগসেসে পুরস্কার

খুশিতে আলোড়িত বরাক উপত্যকা। পুলকিত বাংলাদেশের জাগো ফাউন্ডেশন

আরম্ভ ওয়েব ডেস্ক
শিলচরের ক্যানসার বিশেষজ্ঞ রবি কান্নান ও ঢাকার সমাজসেবী করভি রাখশান্দকে ম্যাগসেসে পুরস্কার

ভারতের ডাঃ রবি কানন এবং বাংলাদেশের কোভরি রাকশান্দ ২০২৩-এর র্যামন ম্যাগসেসে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। ডাঃ রবি কানান অসমের বরাক উপত্যকার মানুষ। র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ৬৫তম বার্ষিকীতে ডাঃ রবি কাননকে ”হিরো ফর হলিস্টিক হেলথকেয়ার” পুরস্কারের বিশিষ্ট প্রাপক হিসাবে ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি বাংলাদেশের “JAAGO” ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হলেন কোরভি রাকশান্দ, তাঁকেও  “ইমার্জেন্ট লিডারশিপ” ক্যাটাগরিতে ২০২৩-এর র্যযন ম্যাগসেসে সম্মান বিজয়ীদের একজন হিসেবে নির্বাচিচ হয়েছেন।

আসামের বরাক উপত্যকার মানুষের জন্য এটি একটি গভীর গর্বের এক মুহুর্ত, কেননা ডাঃ রবি কানন সেখানকার মানুষ।

ডাঃ রবি কানন এবার ভারত থেকে একমাত্র ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি।ভারতে এবং ভারতের বাইরেও স্বাস্থ্যসেবায় তাঁর অসাধারণ অবদানের প্রমাণস্বরূপ তাঁকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে  ক্যান্সারের চিকিৎসায় বিপ্লব ঘটাতে ডাঃ কাননের অগ্রণী অবদানই এই পুরস্কারের মূলে রয়েছে। উত্তর-পূর্ব অঞ্চলের দূরবর্তী জায়গায়, যেখানে ক্যানসারের মতো রোগের চিকিৎসা খুবই দুর্বল, সেই জায়গা থেকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে প্রচুর চ্যালেঞ্জ নিয়ে, সেই ঝুঁকি ও ব্যয়বহুল চিকিৎসায় মানুষকে সহায়তা দিয়েছেন ডাঃ রবি কানন।

২০২৩ সালে বিভিন্ন ক্যাটাগরিতে চারজন ব্যক্তিকে ম্যাগসেসে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাঁরা হলেন, ভারতের ডাঃ রবি কান্নান, ফিলিপাইনের মরিয়ম করোনেল-ফেরার, তিমুর-লেস্তে থেকে ইউজেনিও লেমোস এবং বাংলাদেশের কোরভি রাকশান্দ। ৩১ অগাস্ট, ২০২৩, পুরষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা হল, ১১ নভেম্বর, ২০২৩ তারিখে ফিলিপাইনের ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে৷

কোরভি রাকশান্দ ২০০৭ সালে “JAAGO” ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। তখন থেকে শুরু করে “JAAGO” ফাউন্ডেশন একটি বিশিষ্ট স্থানীয় অলাভজনক সংস্থা হিসাবে সুনাম অর্জন করেছে। বাংলাদেশের ৩০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে সরকার স্বীকৃত,ইংরেজি ভাষা শিক্ষা প্রদান করছে।

ম্যাগসেসে পুরস্কারকে “এশিয়ার নোবেল পুরস্কার” পুরস্কারের সমতূল্য হিসাবে উল্লেখ করা হয়। এই মর্যাদাপূর্ণ পুরস্কার-এশিয়ার সর্বোচ্চ পুরস্কার-এশিয়ানদের জীবনকে প্রভাবিত করে, জনসেবা থেকে শুরু করে সামাজিক উদ্ভাবন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিদের ব্যতিক্রমী অবদানের জন্য এই স্বীকৃতি দেয়া হয়। এই পুরস্কারের উল্লেখযোগ্য প্রাপকদের মধ্যে রয়েছেন স্যার ফজলে হাসান আবেদ, মাদার তেরেসা, দালাই লামা, এবং সত্যজিৎ রায় প্রমুখ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!