- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৪, ২০২৩
আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওপেনারদের দিকে তাকিয়ে ভারত
বৃষ্টির জন্য সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত। ডারবানে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আজ জোহানেসবার্গে ভারতের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। সিরিজ বাঁচানোর লড়াইয়ে ওপেনারদের দিকে তাকিয়ে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।
আগে ম্যাচে দুই ওপেনার শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল, দুজনই ব্যর্থ। প্রথম ওভারেই কোনও রান না করে আউট হয়েছিলেন। মিডল অর্ডারে তিলক ভার্মা ও সূর্যকুমার পরিস্থিতি সামাল দিয়েছিলেন। শেষ দিকে ঝড় তুলে ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছিলেন রিঙ্কু সিং। দুই ওপেনার যদি ভাল শুরু দিতে পারতেন, তাহলে চাপমুক্ত হয়ে মিডল অর্ডারে ঝড় তোলার সুযোগ থাকত তিলক ভার্মা, সূর্যকুমার যাদবদের। কিন্তু সেটা সম্ভব হয়নি।
শুধু ব্যাটারদের রান পেলেই হবে না। বোলারদেরও রান পেতে হবে। আগের ম্যাচে পাওয়ার প্লে–র ওভারে ডুবিয়েছিলেন বোলাররা। পাওয়ার প্লে–তেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন প্রোটিয়া ব্যাটাররা। অর্শদীপ সিং, মুকেশ কুমার, মহম্মদ সিরাজরা প্রচুর রান দিয়েছিলেন। আজ দীপক চাহারকে খেলানোর সম্ভাবনা আছে। সিরিজ বাঁচানোর ম্যাচে প্রথম একাদশে ফেরানো হতে পারে রবি বিষ্ণোইকেও।
ভারতীয় শিবির কিছুটা স্বস্তি পাবে, দক্ষিণ আফ্রিকা মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজেকে ছেড়ে দেওয়ায়। টেস্টের প্রস্তুতি হিসেবে দুজনই চারদিনের ঘরোয়া ক্রিকেটে খেলবেন। আগের ম্যাচে দুরন্ত বোলিং করে ম্যাচের সেরা হয়েছিলেন তাবরেজ শামসি। এই প্রোটিয়া স্পিনার ছাড়াও পার্টটাইম স্পিনার অধিনায়ক এইডেন মার্করামও দারুণ বোলিং করেছিলেন। তবে ওয়ান্ডারার্সের উইকেটে স্পিনাররা তেমন সাহায্য পাবেন না। এটা স্বস্তি তিলক ভার্মাদের কাছে। ব্যাটে দ্রুতগতিতে বল আসবে। যা সূর্যকুমার, রিঙ্কুদের দারুণ পছন্দ। তবে সিরিজ বাঁচাতে গেলে পাওয়ার প্লে–তে জ্বলে উঠতেই হবে ওপেনারদের।
❤ Support Us